FC Goa

জিতেও ফাইনালের স্বপ্ন অপূর্ণ গোয়ার

ফাইনালে উঠে গেলেও চেন্নাইয়িন কাদের সঙ্গে ১৪ মার্চ ফাইনালে খেলবে তা ঠিক হবে আজ, রবিবার যুবভারতীতে এটিকে বনাম বেঙ্গালুরু ম্যাচে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২০ ০৫:০০
Share:

ম্যাচ জিতেও শেষরক্ষা হল না এফসি গোয়ার। ছবি: পিটিআই

নাটকীয় ম্যাচ জিতেও শেষরক্ষা হল না এফসি গোয়ার। দু’পর্বের সেমিফাইনাল শেষে চেন্নাইয়িন এফসি ৬-৫ গোলে (প্রথম পর্বে চেন্নাইয়িন জেতে ৪-১ গোলে) হারাল ক্লিফোর্ড মিরান্ডার দলকে। ফলে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলা ছাড়া আর কোনও সাফল্য নেই কোরামিনাসদের।

Advertisement

ফাইনালে উঠে গেলেও চেন্নাইয়িন কাদের সঙ্গে ১৪ মার্চ ফাইনালে খেলবে তা ঠিক হবে আজ, রবিবার যুবভারতীতে এটিকে বনাম বেঙ্গালুরু ম্যাচে। যারা জিতবে তারাই মুখোমুখি হবে আওয়েন কোয়েলের দলের। চেন্নাইতে প্রথম পর্বের সেমিফাইনালে চেন্নাইয়িন ৪-১ গোলে হারিয়েছিল গোয়াকে। ফিরতি প্লে অফে ৩-০ গোলে জিতলে ফাইনালে যেতেন জ্যাকিচন্দ্র সিংহরা। এ দিন গোয়া চার গোল দিল কিন্তু খেয়ে গেল দু’গোল। মোট গোলের হিসাবে তাই ছিটকে যেতে হল এদু বেইতিয়াদের। ২১ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল গোয়া। প্রথম গোলটি হয় আত্মঘাতী। চেন্নাইয়িনের লুসিয়ান গোইয়ান নিজের গোলে বল ঢুকিয়ে দেন। পরে গোলের সংখ্যা বাড়ান গোয়ার মৌটাডা। কিন্তু বিরতির পরে ২-২ করে দেয় চেন্নাই। গোল করেন লালানজুয়ালা রালতে এবং নারযুশ ভাসকিস। তাতেও দমে না গিয়ে পাল্টা আক্রমণে গিয়ে পরপর দুটি গোল করে গোয়া। মৌটাডা এবং এদু বেদিয়া গোল করেন। ৪-২ অবস্থায় এগিয়ে গিয়েও লালকার্ড দেখেন সেভিয়োর গামা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement