গৌতম গম্ভীর-অনিল কুম্বলে
প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর বলে দিলেন, জাতীয় দলে যে সব অধিনায়কের নেতৃত্বে খেলেছেন তাঁদের মধ্যে অনিল কুম্বলেকেই সব চেয়ে উপরে রাখবেন। তিনি অবশ্য সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনির মতো প্রাক্তন অধিনায়কদের কৃতিত্বের কথাও বলেছেন। একটি ‘টিভি শো’-এ গম্ভীর বলেন, ‘‘সৌরভ অধিনায়ক হিসেবে দারুণ। ধোনির অধিনায়ক হিসেবে রেকর্ডের কথাও বলতেই হবে। তবে আমি যাদের নেতৃত্বে খেলেছি তার মধ্যে কুম্বলেই সেরা। মনে হয় ছ’টি টেস্ট কুম্বলের নেতৃত্বে আমি খেলেছি। খুব বেশি দিন কুম্বলে ভারতীয় দলকে নেতৃত্ব দেয়নি। তবে আরও বেশি দিন ভারতের অধিনায়ক থাকলে কুম্বলে সব রেকর্ড ভেঙে দিত।’’ রাহুল দ্রাবিড়ের পরে ২০০৭ সালে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব নিয়েছিলেন কুম্বলে। ১৪টি টেস্টে তিনি নেতৃত্ব দেন। যার মধ্যে তিনটি টেস্টে জয়, ছ’টি হার এবং পাঁচটি টেস্ট ড্র হয়।
এ দিকে, আর এক ভারতীয় ক্রিকেটার অজিঙ্ক রাহানে জানালেন, বিশ্বের বিভিন্ন মাঠে অনেক বোলারের বিরুদ্ধে খেললেও সব চেয়ে কঠিন মনে হয়েছে ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনকে তাঁর ঘরের মাঠে সামলানো। বলেছেন, ‘‘ইংল্যান্ডে জেমস অ্যান্ডারসনের মুখোমুখি হওয়াটা কঠিন পরীক্ষা।’’