Daria Kasatkina

Daria Kasatkina: ‘আমি সমকামী, আর চুপ করে থাকতে পারছি না’, ঘোষণা রাশিয়ার মহিলা টেনিস খেলোয়াড়ের

নিজেকে সমকামী বলে ঘোষণা করলেন রাশিয়ার মহিলা টেনিস খেলোয়াড় দারিয়া কাসাতকিনা। চলতি বছর ফরাসি ওপেনের সেমিফাইনাল খেলেছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২২ ১৮:০৮
Share:

নিজেকে সমকামী বলে ঘোষণা করলেন রাশিয়ার মহিলা টেনিস খেলোয়াড় দারিয়া কাসাতকিনা। ফাইল চিত্র

নিজেকে সমকামী বলে ঘোষণা করলেন রাশিয়ার মহিলা টেনিস খেলোয়াড় দারিয়া কাসাতকিনা। চলতি বছর ফরাসি ওপেনের সেমিফাইনালে খেলেছেন তিনি। দারিয়া জানিয়েছেন, তিনি আর চুপ করে থাকতে পারছিলেন না। শেষ পর্যন্ত নিজের মনের কথা জানিয়েছেন রাশিয়ার শীর্ষ মহিলা টেনিস খেলোয়াড়।

Advertisement

রাশিয়ার মহিলা ফুটবলার নাদিয়া কারপোভা কয়েক দিন আগে নিজেকে সমকামী বলে ঘোষণা করেছেন। এই ঘটনার পরেই দারিয়া ঠিক করে নেন, নিজের কথা জানাবেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘এ ভাবে থাকা অসম্ভব হয়ে পড়েছিল। নিজের শান্তি সব থেকে গুরুত্বপূর্ণ। তাই মুখ খুলেছি। নাদিয়া শুধু নিজের মনের কথা জানায়নি, আমার মতো অনেককে সাহস জুগিয়েছে।’’

তাঁর মতো খ্যাতনামীরা নিজের মনের কথা জানালে সাধারণ মানুষের উপর তার প্রভাব পড়ে বলে জানিয়েছেন দারিয়া। এতে অনেকেই নিজের মনের কথা বলতে পারেন। দারিয়া বলেন, ‘‘আমি মনে করি খ্যাতনামীদের উচিত নিজের পছন্দ নিয়ে মুখ খোলা। তা হলে অনেক সাধারণ মানুষ মুখ খোলার সাহস পাবে। সমাজের চাপে যারা চুপ করে আছে তারাও নিজেদের কথা বলতে পারবে।’’

Advertisement

ইনস্টাগ্রামে নিজের প্রেমিকার সঙ্গে ছবিও দিয়েছেন দারিয়া। তাঁর প্রেমিকা নাতালিয়া জাবিয়াকো এক জন স্কেটার।

রাশিয়ায় সমকামিতা নিয়ে কড়া আইন রয়েছে। সে দেশে সমকামী মিছিল অবৈধ। এই আইন আরও কড়া করার বার্তা দিয়েছে ভ্লাদিমির পুতিনের সরকার। সেই আইনে বদল চান দারিয়া। তিনি বলেন, ‘‘রাশিয়ায় সমকামিতা অবৈধ। আইনের চোখে সমকামী পুরুষ বা মহিলারা অপরাধী। সবাইকে নিজের পছন্দ অনুযায়ী বাঁচতে দেওয়া উচিত। এ ভাবে আইন করে মানুষের জীবনকে আরও বেশি কঠিন করে তোলা হচ্ছে। এর বদল দরকার।’’

মাত্র ছ’বছর বয়সে টেনিস খেলা শুরু করেন দারিয়া। তাঁর দাদা টেনিস খেলতেন। দাদাকে দেখেই র‌্যাকেট হাতে তুলে নেন তিনি। ২০১৪ সালে জুনিয়র ফরাসি ওপেন জেতেন দারিয়া। সিনিয়র স্তরে এখনও পর্যন্ত কোনও গ্র্যান্ড স্ল্যাম জিততে না পারলেও ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠেছেন ২৫ বছর বয়সি এই টেনিস খেলোয়াড়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement