French Open 2021

French Open 2021: ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে ফেডেরার, জোকোভিচ, জিতলেন বোপান্নারাও

বোপান্নারাও জেতেন স্ট্রেট সেটেই। তাঁদের ফল ৬-৪, ৭-৫। তাঁরা প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ২৩:৪৭
Share:

দ্বিতীয় রাউন্ডে জিতলেন রজার ফেডেরার ও নোভাক জোকোভিচ।

ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে জিতলেন রজার ফেডেরার, নোভাক জোকোভিচের মতো তারকারা। ডবলসে ভারতের রোহণ বোপান্নাও জিতলেন ফ্র্যাঙ্কো স্কুগরকে সঙ্গে নিয়ে।

Advertisement

ফেডেরার প্রথম সেটে ৬-২ ফলে জিতলেও দ্বিতীয় সেটে হেরে যান ২-৬ ফলে। তৃতীয় সেটে ৭-৬ ফলে জেতেন তিনি। চতুর্থ সেটে প্রায় দাঁড়াতেই দেননি মারিন চিলিচকে। ৬-২ ফলে জিতে যান ফেডেরার। মুখ মোছার জন্য সময় নষ্ট করা নিয়ে ম্যাচে আম্পায়ারের সঙ্গে তীব্র তর্ক হয় ফেডেরারের। দ্বিতীয় সেট চলার সময় সেই ঘটনা ঘটে। সেই সেট হারালেও ম্যাচ জিতে নিয়েছেন সুইস টেনিস তারকা। ফেডেরারের পরবর্তী প্রতিপক্ষ ডমিনিক কোয়েফার।

জোকোভিচ হারিয়েছেন পাবলো কুয়েভাসকে। স্ট্রেট সেটে ম্যাচ জিতে নেন তিনি। খেলার ফল জোকোভিচের পক্ষে ৬-৩, ৬-২, ৬-৪। পরের পর্বে তিনি খেলবেন রিকার্ডাস বেরাঙ্কিসের বিরুদ্ধে। বোপান্নারাও জেতেন স্ট্রেট সেটেই। তাঁদের ফল ৬-৪, ৭-৫। তাঁরা প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement