ফরাসি ওপেনে আরও এক তারকা পতন ঘটল সোমবার। ছবি: টুইটার থেকে
২০১৬ সালে তাঁর হাতেই উঠেছিল ফরাসি ওপেন। পরের বছরেই জিতে নেন উইম্বেলডন। সেই গারবাইন মুগুরুজাকেই হারিয়ে দিলেন ১৮ বছরের অখ্যাত মার্টা কস্টিউক। ইউক্রেনের তরুণী কস্টিউক স্ট্রেট সেটে হারিয়ে দিলেন স্পেনের মুগুরুজাকে। কস্টিউকের পক্ষে খেলার ফল ৬-১, ৬-৪।
খেলার মাঝেই পিঠের চোটের জন্য চিকিৎসা করাতে হয় মুগুরুজাকে। ২৭ বছরের স্প্যানিশ তারকা প্রথম বার ফরসি ওপেনের প্রথম পর্ব থেকে বিদায় নিলেন। ৮১ নম্বরে থাকা কস্টিউক প্রথম বারের জন্য ক্রমতালিকায় প্রথম ২০ জনের মধ্যে থাকা কোনও খেলোয়াড়কে হারালেন।
ফরাসি ওপেন থেকে আরও এক বড় নামের বিদায়। রবিবার বিদায় নিয়েছিলেন ডমিনিখ থিম। চোটের কারণে মাঝপথেই খেলা ছেড়ে দেন গ্রিগর দিমিত্রভ। নাম সরিয়ে নিয়েছেন নেয়োমি ওসাকাও। আরও এক তারকা পতন ঘটল সোমবার।