ভারতীয় নারীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যে সব বিদেশি ক্রিকেটার এ দেশের জামাই হয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম শন টেট। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটার বিয়ে করেছেন মডেল মাশুম সিঙ্ঘাকে।
সুইমসুট মডেল এবং ওয়াইন ব্যবসায়ী মাশুমের সঙ্গে ২০১০ সালে টেটের আলাপ হয়েছিল আইপিএল ম্যাচ পরবর্তী এক পার্টিতে। সে বছর টেট খেলছিলেন রাজস্থান রয়্যালসে।
ক্রমে তাঁদের আলাপ পাল্টে যায় প্রেমে। সে সময় টেটের সঙ্গে মাসুমের প্রেমপর্ব দীর্ঘদিন ছিল শিরানামে। ২০১৩ সালে মাশুমকে প্রোপোজ করেন টেট।
১ বছর পরে, ২০১৪ সালের ১২ জুন ক্যাথলিক খ্রিস্টধর্মমতে তাঁদের বিয়ে হয়েছিল মুম্বইয়ের এক নামী হোটেলে। এর ৩ বছর পরে তাঁরা বিয়ে করেন ভারতীয় ঘরানাতেও।
অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ‘হোটেল এলিয়ট’-এর মালিক এই দম্পতি।
মাশুমের জন্ম এবং পড়াশোনা মুম্বইয়ে। তাঁর বাবা পাইলট এবং মা শিক্ষিকা। মাসুম আইটি ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পেয়েছেন। কিন্তু গত ধরা চাকরির বদলে তাঁর পছন্দ ছিল বিনোদন ও ফ্যাশন দুনিয়া।
মাশুমের দিদি শমিতাও পেশায় মডেল। ২০০১ সালে তিনি ‘মিস আর্থ ইন্ডিয়া’ শিরোপা পান। দিদিকে দেখেই ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বছর থেকে মডেলিং শুরু করেন মাশুম।
দিদি শমিতাই ছিলেন মাশুমের মডেলিংয়ের প্রেরণা। মাশুম চেয়েছিলেন বড় হয়ে ইঞ্জিনিয়ার বা পাইলট বা আিনজীবী হবেন। কিন্তু শমিতাকে দেখে সিদ্ধান্ত পরিবর্তন করে পেলেন।
বহু নামী ব্র্যান্ডের হয়ে মডেলিং করেছেন মাশুম। নামী ডিজাইনারদের পোশাকে সেজে অংশ নিয়েছেন ফ্যাশন শো-এ।
ফ্যাশন দুনিয়ার পাশাপাশি মাশুমের আরও একটি পরিচয় আছে। তিনি পর্বতারোহী। ভালবাসেন বেড়াতেও। দিদির সঙ্গে তিনি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাও পরিচালনা করেন।
কাজের বাইরে মাশুমের সময় জুড়ে থাকে তাঁদের একমাত্র শিশুকন্যা।
মাশুমকে তাঁর ব্যবসা সংক্রান্ত কাজে সাহায্য করেন তাঁর স্বামীও। ২০১৭ সালে অবসর গ্রহণের পরে শন টেট এখন আদ্যন্ত ফ্যামিলিম্যান।
অস্ট্রেলিয়ার জাতীয় দলে টেটের অভিষেক ২০০৫ সালে। সে বছরেই প্রথম টেস্ট খেলেন তিনি। ওয়ান ডে ম্যাচে আত্মপ্রকাশ তার ২ বছর পরে।
চোট আঘাতে বার বার বিধ্বস্ত হয়েছে ফাস্ট বোলার টেটের কেরিয়ার। তবে টেস্টের তুলনায় তিনি অনেক বেশি সফল ওয়ান ডে ক্রিকেটে। ২০০৭ সালে বিশ্বজয়ী অস্ট্রেলিয়া ক্রিকেট দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
সংক্ষিপ্ত কেরিয়ারে ৩ টেস্টে ফাস্ট বোলার টেট উইকেট পেয়েছেন ৫ টি। মোট রান ২০। ৩৫ টি ওয়ানডেতে তাঁর উইকেট শিকারের সংখ্যা ৬২। মোট রান করেছেন ২৫।
অবসরের পরে শন টেট তাঁর ভারতীয় বংশোদ্ভূত স্ত্রীর সঙ্গে উপভোগ করছেন পারিবারিক জীবন। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকলেও পারিবারিক পরিসরকে যতটা সম্ভব আড়ালে রাখতেই ভালবাসেন টেট দম্পতি।