Ian Chappell

ক্যান্সারের বিরুদ্ধে ‘ব্যাট’ করে চলেছেন ইয়ান চ্যাপেল, ধারাভাষ্য দেবেন অ্যাশেজে

কিছুদিন আগে ভাই গ্রেগ ও ট্রেভরের সঙ্গে এক পারিবারিক অনুষ্ঠানেও দেখা যায় ইয়ানকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৯ ১৮:৩৮
Share:

ক্যান্সার বিরুদ্ধে লড়ে এবার আবার কাজে ফিরছেন ইয়ান চ্যাপেল। ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল ত্বকের ক্যান্সারে আক্রান্ত। আজ বৃহস্পতিবার তিনি নিজেই জানান সে কথা। ক্যান্সারে আক্রান্ত হলেও আগামী মাস থেকে শুরু হতে চলা অ্যাশেজ সিরিজে ধারাভাষ্য দিতে তাঁর কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন ইয়ান চ্যাপেল। অস্ত্রেলিয়ার হয়ে ৭৫টি টেস্ট খেলা চ্যাপেলের পাঁচ সপ্তাহের কেমোথেরাপি প্রক্রিয়া শেষ হয়েছে। চিকিৎসায় সাড়া দিয়েছে। এখন তিনি আগের থেকে ভাল আছেন। চ্যাপেল বলেন, ‘‘বয়স ৭০ হলেই শরীর ভাঙতে শুরু করে। কিন্তু, এই ক্যান্সারের সঙ্গে লড়তে লড়তে আমি এখন এই যুদ্ধে পারদর্শী হয়ে উঠেছি।’’

Advertisement

কিছুদিন আগে ভাই গ্রেগ ও ট্রেভরের সঙ্গে এক পারিবারিক অনুষ্ঠানেও দেখা যায় ইয়ানকে। এই চিকিৎসার সময়ে মনের জোর ছিল তাঁর প্রধান সম্বল। ৫,৩৪৫ টেস্ট রানের মালিক সিনিয়র চ্যাপেল মনে করেন, এই রোগের বিরুদ্ধে যুদ্ধ তাঁকে মনের দিক থেকে শক্তিশালী করেছে। তিনি বলেন, ‘‘বহু বার বিভিন্ন প্রক্রিয়ায় আমার শরীর থেকে ক্যান্সার সেল বাদ দেওয়া হয়েছে। মাঝে মাঝে আমার মৃত্যু আসন্ন বলেও মনে হতো আমার। কিন্তু, এই সময়ে আমার মা আমায় সাহস জুগিয়েছেন।’’ ইয়ান চ্যাপেল তাঁর রোগের বিষয়ে শুরুর দিকে সবাইকে জানাননি। ধীরে ধীরে তাঁর পরিবার আর বন্ধুবান্ধবকে এই বিষয়ে তিনি জানান। সুস্থ হয়ে ইয়ান চ্যাপেলের আত্মবিশ্বাসী বক্তব্য, ‘‘অনেক ছুটি হয়েছে। এ বার আমি কোনওদিকে না তাকিয়ে কাজ শুরু করে দিতে চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement