Copa America 2024

কোপার মাঠে তুলকালাম, ফুটবলারদের সঙ্গে দর্শকদের মারামারি, প্রকাশ্যে ভিডিয়ো

কলম্বিয়ার সমর্থকেরা টুপি, ক্যান ছুড়তে শুরু করেন উরুগুয়ের ফুটবলারদের উদ্দেশে। মাথা গরম করে ফেলেন ফুটবলার ডারউইন নুনেজ। গ্যালারিতে গিয়ে এক সমর্থককে ঘুষি মারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০২৪ ১২:৪২
Share:

গ্যালারিতে মারমুখী ডারউইন নুনেজ। ছবি: এক্স।

ফুটবলারের সঙ্গে বিপক্ষ দলের সমর্থকদের মারামারি, হাতাহাতি। আন্তর্জাতিক ফুটবলে এ রকম ঘটনা খুব বেশি দেখা যায় না। কারণ সেখানে ফুটবলারদের জন্য নিরাপত্তার আলাদা ব্যবস্থা করা হয়। কিন্তু সেই অপ্রীতিকর ঘটনাই দেখা গেল বৃহস্পতিবার। কোপা আমেরিকার মতো বড় প্রতিযোগিতার মঞ্চে। দেরিতে পুলিশ আসার অভিযোগ করেছেন ফুটবলারেরা।

Advertisement

কোপার সেমিফাইনাল তখন সবে শেষ হয়েছে। উরুগুয়েকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে কলম্বিয়া। তার পরেই কলম্বিয়ার সমর্থকেরা টুপি, ক্যান ছুড়তে শুরু করেন উরুগুয়ের ফুটবলারদের উদ্দেশে। মাথা গরম করে ফেলেন উরুগুয়ের ফুটবলার ডারউইন নুনেজ। সোজা গ্যালারিতে উঠে যান। এক সমর্থককে ঘুষি মারেন। সেখান থেকে ঘটনার সূত্রপাত। ক্রমে তা বড় আকার নেয়।

বৃহস্পতিবার ভারতীয় সময় সকালে ম্যাচ শেষ হওয়ার পর মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন উরুগুয়ের ফুটবলারেরা। সেই সময় কলম্বিয়ার সমর্থকেরা তাঁদের লক্ষ্য করে বোতল, টুপি-সহ নানা জিনিস ছুড়তে থাকেন। নুনেজ সেই সময় গ্যালারিতে উঠে যান। এক সমর্থককে ঘুষি মারেন। নুনেজের সঙ্গে গ্যালারিতে ওঠেন হোসে মারিয়া গিমিনেজ এবং রোনাল্ড আরাউজো। তাঁরা যদিও কোনও সমর্থকের গায়ে হাত তোলেননি। নুনেজ যখন সমর্থকদের সঙ্গে রীতিমতো হাতাহাতি করছেন, সেই সময় তাঁদের থামানোর জন্য এগিয়ে আসেন পুলিশকর্মীরা। তাঁরাই ফুটবলারদের গ্যালারি থেকে বার করে নিয়ে যান।

Advertisement

বৃহস্পতিবার মাঠে কলম্বিয়ার সমর্থক বেশি ছিল। অভিযোগ, তাঁরা শুধু ফুটবলারদের আক্রমণ করেই থেমে থাকেননি, কটূক্তি করেন পরিবারের লোকজনকেও। ম্যাচ শেষে উরুগুয়ের অধিনায়ক গিমিনেজ বলেন, “খুব খারাপ একটা অবস্থা তৈরি হয়েছিল। কোনও পুলিশকর্মী ছিলেন না। আধ ঘণ্টা পর তাঁরা আসেন। এটা হতাশাজনক। আমরা নিজেরাই পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম। আশা করব আগামী ম্যাচে বাড়তি সুরক্ষার ব্যবস্থা করা হবে।”

ম্যাচে ১-০ গোলে জেতে কলম্বিয়া। প্রথমার্ধেই এগিয়ে যায় কলম্বিয়া। গোল করেন জেফারসন লারমা। তাঁকে গোলের পাস বাড়ান হামেস রদ্রিগেজ। এ বারের প্রতিযোগিতায় এটি তাঁর ষষ্ঠ অ্যাসিস্ট। কর্নার থেকে বল তোলেন রদ্রিগেজ। সেই বলে হেড করেন লারমা। বল জালে জড়িয়ে যায়। এগিয়ে যায় কলম্বিয়া। শেষ বাঁশি বাজা পর্যন্ত সেই গোল শোধ করা সম্ভব হয়নি উরুগুয়ের পক্ষে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement