Ferenc Puskás

Sunil Chhetri: সুনীলকে অভিনন্দনবার্তা হ্যারি কেনদের ক্লাবের

ভারত অধিনায়ক নিজেও অবশ্য ফুটবলকে কবে বিদায় জানাবেন, তা স্পষ্ট করে জানাননি। জানিয়েছেন, ফুটবল যত দিন উপভোগ করবেন, খেলে যাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ০৮:৫৮
Share:

ফাইল চিত্র।

এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে গত মঙ্গলবার হংকংয়ের বিরুদ্ধে গোল করে কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের নজির স্পর্শ করেছেন সুনীল ছেত্রী। ভারত অধিনায়কের দুর্দান্ত সাফল্যে উচ্ছ্বসিত ইংলিশ প্রিমিয়ার লিগের টটেনহ্যাম হটস্পারও। গণমাধ্যমে সুনীলকে অভিনন্দন জানিয়েছে হ্যারিকেনদের ক্লাব।

Advertisement

ভারতীয় জার্সি পরা সুনীলের ছবি পোস্ট করে টটেনহ্যামের তরফে লেখা হয়েছে, ‘‘অভিনন্দন ভারতের সুনীল ছেত্রীকে কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের ৮৪তম আন্তর্জাতিক গোলের নজির স্পর্শ করার জন্য।’’ সুনীলের সামনে এ বার লিয়োনেল মেসিকে ছোঁয়ার হাতছানি। দেশের হয়ে এখনও পর্যন্ত ৮৬টি গোল করেছেন আর্জেন্টিনীয় কিংবদন্তি। মাত্র দু’গোল পিছনে ভারত অধিনায়ক। সুনীল যদিও ব্যক্তিগত কীর্তিকে একেবারেই গুরুত্ব দেন না। তাঁর কথায়, ‘‘আমার কাছে রেকর্ডের খুব একটা গুরুত্ব নেই। আমার একমাত্র লক্ষ্য যত দিন পারব, দেশের জার্সিতে মাঠে নেমে নিজের সেরাটা দিয়ে যাব।’’

শুধু টটেনহ্যাম হটস্পার নয়। ফিফাও উচ্ছ্বসিত সুনীলকে নিয়ে। ভারত অধিনায়ককে নিয়ে তথ্যচিত্র তৈরির কাজ শুরু করে দিয়েছে বিশ্বফুটবলের নিয়ামক সংস্থা। ইতিমধ্যেই বেঙ্গালুরুতে সুনীলের বাড়িতে একপ্রস্থ শুটিং হয়ে গিয়েছে।

Advertisement

এএফসি এশিয়ান কাপে তিন ম্যাচে চারটি গোল করেছেন সুনীল। ৩৭ বছর বয়সি ভারত অধিনায়কের খেলায় শুধু ফুটবলপ্রেমীরা নন, মুগ্ধ কোচ ইগর স্তিমাচও। তিনি খোলাখুলিই বলেছেন, ‘‘সুনীল আমার দলের রত্ন। ও যখন দলে রয়েছে, তখন অন্য কেউ গোল করল কি না, তা নিয়ে আমি উদ্বিগ্ন নই। সুনীল যখন থাকবে না, তখন অন্যরা গোল করবে।’’

ভারত অধিনায়ক নিজেও অবশ্য ফুটবলকে কবে বিদায় জানাবেন, তা স্পষ্ট করে জানাননি। জানিয়েছেন, ফুটবল যত দিন উপভোগ করবেন, খেলে যাবে। যে দিন খেলে আনন্দ পাবেন না, অবসর নেবেন। শুক্রবারই বেঙ্গালুরু ফিরে গিয়েছেন সুনীল। আপাতত কয়েক দিন বিশ্রাম নিয়ে সেপ্টেম্বরে ফিফা ফ্রেন্ডলির প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা রয়েছে সুনীলের।

ভারতীয় দলের কোচ ইগর স্তিমাচের ইচ্ছে কেরলে শিবির করার। তিনি বলেছেন, ‘‘কলকাতা আমার কাছে সবসময়ই স্পেশ্যাল। এখন সময় এসেছে দক্ষিণ ভারতে ফুটবলের প্রসার ঘটানোর। তাই এ বার কেরলে প্রস্তুতি শিবির ও ম্যাচ খেলতে চাই।’’

নরওয়ে যাচ্ছে ভারতের মেয়েরা: ইটালি, নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে মেয়েদের অনূর্ধ্ব-১৭ ভারতীয় দল। ২০ জুন নরওয়ে যাচ্ছে দল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement