কেরলের এক স্থানীয় সংবাদমাধ্যমের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উড়ুমা পাল্লাথ নামক একটা জায়গায় দুর্ঘটনা ঘটে। সেখানে বৃষ্টি হয়েছিল বলেও জানা গিয়েছে। বাইকে করে তাঁরা দু’জনে গোয়া যাচ্ছিলেন খেলা দেখার জন্য। রবিবার ভোর ৫টা নাগাদ দুর্ঘটনা ঘটে। একটি লড়ির সঙ্গে তাঁদের ধাক্কা লাগে বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে দুর্ঘটনা স্থলেই প্রাণ হারান দু’জনে।
জামশির এবং মহম্মদ শিবিল। ছবি: টুইটার থেকে
আইএসএলের ফাইনালে মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। ফের প্রাণ ফিরে পাবে ফুটবলের মাঠ। দর্শকদের চিৎকার, গান, স্লোগানে মুখর হয়ে উঠবে গোয়ার ফতোরদা স্টেডিয়াম। কিন্তু থাকবেন না জামশির এবং মহম্মদ শিবিল।
ফুটবল পাগল দুই সমর্থক গোয়া আসছিলেন আইএসএলের ফাইনালে কেরল ব্লাস্টার্স এবং হায়দরাবাদ এফসি-র ম্যাচ দেখার জন্য। কিন্তু পথেই প্রাণ হারালেন জামশির এবং মহম্মদ শিবিল। আসার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন তাঁরা। কেরল সমর্থকদের টুইটারে হ্যান্ডলে এমনটাই জানানো হয়েছে। রবিবার সকাল ৯টা বেজে ২৮ মিনিটে টুইট করে মঞ্জপ্পাডা (কেরল ব্লাস্টার্স সমর্থকদের ক্লাব)। তারা টুইট করে লেখে, ‘গোয়া আসার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান জামশির এবং মহম্মদ শিবিল। তাঁদের পরিবারের জন্য আমরা মর্মাহত।’
কেরলের এক স্থানীয় সংবাদমাধ্যমের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উড়ুমা পাল্লাথ নামক একটা জায়গায় দুর্ঘটনা ঘটে। সেখানে বৃষ্টি হয়েছিল বলেও জানা গিয়েছে। বাইকে করে তাঁরা দু’জনে গোয়া যাচ্ছিলেন খেলা দেখার জন্য। রবিবার ভোর ৫টা নাগাদ দুর্ঘটনা ঘটে। একটি লড়ির সঙ্গে তাঁদের ধাক্কা লাগে বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে দুর্ঘটনা স্থলেই প্রাণ হারান দু’জনে।