Lionel Messi

Lionel Messi: জ্বর হয়েছে মেসির, পিএসজি-র হয়ে খেলতে পারবেন না পরের ম্যাচ

মাসের শেষে মেসিকেও দেশের হয়ে খেলার জন্য চলে যেতে হবে। বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। এর আগে জানুয়ারি মাসে দেশের হয়ে দু’টি ম্যাচ খেলতে পারেননি মেসি। সেই সময় করোনা হয়েছিল তাঁর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২২ ১০:৩৮
Share:

—ফাইল চিত্র

জ্বর হয়েছে লিয়োনেল মেসির। আর্জেন্টিনা তারকাকে পরের ম্যাচে পাবে না পিএসজি। মোনাকোর বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি।

রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যায় পিএসজি। এর পর ঘরের মাঠে ন্যান্টেসের বিরুদ্ধে ৩-০ জিতলেও সমর্থকদের থেকে তীব্র কটাক্ষ করা হয় মেসিকে। মোনাকোর বিরুদ্ধে নেই অ্যাঞ্জেল দি মারিয়া। চোট রয়েছে তাঁর। সার্জিয়ো র‍্যামোস এবং আন্দের হেরেরা আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য এই ম্যাচে নেই।

Advertisement

মাসের শেষে মেসিকেও দেশের হয়ে খেলার জন্য চলে যেতে হবে। বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। এর আগে জানুয়ারি মাসে দেশের হয়ে দু’টি ম্যাচ খেলতে পারেননি মেসি। সেই সময় করোনা হয়েছিল তাঁর।

লিগ ওয়ানে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানেই রয়েছে পিএসজি। সমসংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ের থেকে ১৫ পয়েন্টে এগিয়ে রয়েছে তারা। ৯ নম্বরে থাকা মোনাকো খেলেছে ২৮টি ম্যাচ। তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement