SC East Bengal

Kolkata Derby: সামনেই ডার্বি, তার আগে কতটা প্রস্তুত এসসি ইস্টবেঙ্গল?

বড় ম্যাচের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে দল। সেই কথাই জানালেন অরিন্দম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২১ ২১:১৩
Share:

বড় ম্যাচের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে ইস্টবেঙ্গল। ছবি: ফেসবুক থেকে

আইএসএল-এ প্রথম ম্যাচে ড্র করেছে এসসি ইস্টবেঙ্গল। পরের ম্যাচেই তারা মুখোমুখি হবে এটিকে মোহনবাগানের। শনিবারের সেই ম্যাচের আগে কতটা প্রস্তুত লাল-হলুদ? সেই ছবিই তারা তুলে ধরল নেটমাধ্যমে।

মঙ্গলবার অনুশীলনের ভিডিয়ো পোস্ট করে লাল-হলুদ। সেখানে অধিনায়ক অরিন্দম ভট্টাচার্য বলেন, “খুব গুরুত্বপূর্ণ আমাদের দলের জন্য।” কোচ মানোলো দিয়াজের সতর্ক নজরে অনুশীলন চলছে ইস্টবেঙ্গলের। কলকাতা ডার্বি মানে চিমার কাছে কী? লাল হলুদের এই বিদেশি ফুটবলার বলেন, “আমার কাছে মনে হয় এটা যুদ্ধ।”

Advertisement

ডার্বি খেলার অভিজ্ঞতা রয়েছে রফিকের। তিনি বলেন, “দেশের সেরা ডার্বি এটা। এই দুই দলের খেলা মানেই মনের মধ্যে কেমন একটা চাঞ্চল্য তৈরি হয়।” মাঝমাঠের ফুটবলার অমরজিত সিংহের মনে রয়েছে সমর্থকদের কথা। তিনি বলেন, “দর্শক এই ম্যাচ নিয়ে পাগল হয়ে যায়।”

বড় ম্যাচের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে দল। সেই কথাই জানালেন অরিন্দম। তিনি বলেন, “মোহনবাগান ম্যাচের কথা মাথায় রয়েছে। সেটা মনে রেখেই তৈরি হচ্ছে দল। ভারতীয় ফুটবলাররা জানে এই ম্যাচের গুরুত্ব কতটা। বিদেশি ফুটবলারদেরও বুঝিয়ে দেওয়া হয়েছে সেটা। গোটা দল ওই ম্যাচের জন্য মুখিয়ে রয়েছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement