মোহনবাগানের জার্সি হাতে সঞ্জীব গোয়েন্কা। —ফাইল চিত্র।
ঘরের মাঠে বছরের শেষটা ভাল হয়েছে মোহনবাগানের। শনিবার পিছিয়ে পড়েও যুবভারতীতে কেরল ব্লাস্টার্সকে হারিয়েছে তারা। এই জয়ের পর সমর্থকদের উপহার দিয়েছেন দলের মালিক সঞ্জীব গোয়েন্কা। নতুন বছরের প্রথম হোম ম্যাচ বিনামূল্যে দেখতে পারবেন বাগান সমর্থকেরা।
শনিবারের খেলা দেখতে মাঠে গিয়েছিলেন গোয়েন্কা। বাগান যখন পিছিয়ে পড়েছিল তখন তাঁকে হতাশ দেখাচ্ছিল। কিন্তু রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মিনিটে গোল করে দল জেতার পরে তাঁর হাসিমুখ আবার দেখা যায়। খেলা শেষে স্টেডিয়াম থেকে বার হওয়ার সময় বাগান সমর্থকদের সুখবর দেন গোয়েন্কা। তিনি বলেন, “ঘরের মাঠে জিতে বছর শেষ করলাম। তাই এখনই একটা ঘোষণা করতে চাই। পরের হোম ম্যাচে বাগান সমর্থকেরা বিনামূল্যে খেলা দেখতে পাবেন।”
চোটের জন্য গত কয়েকটি ম্যাচে দলের গুরুত্বপূর্ণ সদস্য গ্রেগ স্টুয়ার্টকে পাচ্ছে না বাগান। তার পরেও জিততে সমস্যা হচ্ছে না। সেই কারণেই দলের প্রত্যেকের প্রশংসা শোনা গিয়েছে মালিকের গলায়। তিনি বলেন, “কোনও ফুটবলার চোট পেতেই পারে। কিন্তু আমরা হার মানি না। জিততে মাঠে নামি। এ বার দল খুব ভাল হয়েছে। খেলাও ভাল হচ্ছে। এই ম্যাচে শেষ গোলটা খুব সুন্দর হয়েছে। সেই কারণে পিছিয়ে পড়েও আমি আশাবাদী ছিলাম যে গোল হবে। শেষ পর্যন্ত জিতেছি।”
বাগান ভাল খেললেও কলকাতার বাকি দুই ক্লাব ইস্টবেঙ্গল ও মহমেডান অনেকটাই পিছনে। দুই ক্লাবকে শুভেচ্ছা জানালেও তাদের নিয়ে কোনও মন্তব্য করতে চাননি গোয়েন্কা। বাগানের মালিক বলেন, “আমি শুধু নিজের দল নিয়ে বলতে পারি। অন্য দল নিয়ে নয়। ওদের শুভেচ্ছা জানাই।”
কেরলের বিরুদ্ধে জেমি ম্যাকলারেন গোল করে এগিয়ে দেন বাগানকে। কিন্তু তার পরে দু’গোল দেয় কেরল। একটা সময় মনে হচ্ছিল হেরে মাঠ ছাড়তে হবে সবুজ-মেরুনকে। কিন্তু ৮৬ মিনিটে সমতা ফেরান জেসন কামিংস। সংযুক্তি সময়ের শেষ মিনিটে গোল করে মোহনবাগানকে জিতিয়ে দেন আলবের্তো রদ্রিগেস। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে সকলের উপরে মোহনবাগান। সেই কারণেই হয়তো সমর্থকদের উপহার দিলেন দলের মালিক।