Manchester United

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দায়িত্ব ছাড়লেন নিস্তেলরয়, দেখা যাবে না আমোরিমের সহকারী হিসাবে

টেন হ্যাগকে ক্লাব কর্তৃপক্ষ ছাঁটাই করার অন্তর্বর্তী কোচ হিসাবে দায়িত্ব নিয়েছিলেন নিস্তেলরয়। আমোরিম নতুন কোচ নিযুক্ত হওয়ায় তিনি এবং আরও তিন সহকারী কোচ দায়িত্ব ছেড়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ২১:২৪
Share:

রুদ ভ্যান নিস্তেলরয়। ছবি: এক্স (টুইটার)।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দায়িত্ব ছাড়লেন রুদ ভ্যান নিস্তেলরয়। এরিক টেন হ্যাগকে ক্লাব কর্তৃপক্ষ ছাঁটাই করার অন্তর্বর্তী কোচ হিসাবে দায়িত্ব নিয়েছিলেন নিস্তেলরয়। পর্তুগালের রুবেন আমোরিম নতুন কোচ নিযুক্ত হওয়ার পর সহকারী কোচের পদ থেকেও সরে দাঁড়ালেন তিনি।

Advertisement

টেন হ্যাগের অন্যতম সহকারী ছিলেন নিস্তেলরয়। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফুটবলারকে আর সাইড বেঞ্চে দেখা যাবে না। নতুন কোচের সহকারী হিসাবে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন নিস্তেলরয়। ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে নিস্তেলরয়ের কোচিংয়েই লেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে রেড ডেভিলসেরা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ সমাজমাধ্যমে নিস্তেলরয়ের সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। রেনে হ্যাক, জেলে টেন রুওয়েলার এবং পিটার মোরেলও দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমরা খুব তাড়াতাড়ি প্রথম দলের কোচিং স্টাফদের নাম ঘোষণা করব।’’

সমাজমাধ্যমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ লিখেছেন, ‘‘নিস্তেলরয় সব সময় আমাদের কিংবদন্তি ছিল এবং থাকবে। তাঁর অবদানের জন্য আমরা কৃতজ্ঞ। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ক্লাবের দায়িত্ব পালন করেছেন তিনি। ওল্ড ট্র্যাফোর্ডের দরজা তাঁর জন্য সব সময় খোলা।

Advertisement

শুধু নিস্তেলরয় নন, দলের আরও তিন সহকারী কোচ এক সঙ্গে অব্যাহতি চেয়েছেন। অর্থাৎ, টেন হ্যাগের জমানার সহকারীদের নিয়ে কাজ করবেন না আমোরিম। তিনি নিজের পছন্দ মতো সহকারী নিয়োগ করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement