রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।
আর কয়েক দিনের অপেক্ষা। আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডা হবে আইপিএলের নিলাম। তার আগে নিজের ইউটিউব চ্যানেলে নকল নিলামের আয়োজন করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন।
ঋষভ পন্থ, শ্রেয়স আয়ার, জস বাটলার, ডেভিড ওয়ার্নার, ট্রেন্ট বোল্ট, ডেভিড মিলারদের মতো ক্রিকেটারদের সঙ্গে আইপিএলের নিলামে থাকবে অশ্বিনের নামও। রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ অভিজ্ঞ অফ স্পিনারকে এ বার ধরে রাখেনি। আইপিএলের নিলামের আগে কয়েক জন ক্রিকেটারকে বেছে নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে ‘মক অকশন’ বা নকল নিলামের আয়োজন করেন অশ্বিন। আইপিএলের ১০টি দলের হয়ে নিলামে অংশ নিয়েছিলেন ক্রিকেট বিশ্লেষক এবং ক্রিকেটপ্রেমীরা।
অশ্বিন মজা করে বলেছেন, ‘‘ভারতীয় টেলিভিশনের ইতিহাসে আমিই প্রথম ব্যক্তি, যে নিজেকে নিলামে বিক্রি করে দিল। আইপিএল নিলাম আমার কাছে সব সময়ই দারুণ আগ্রহের। এই প্রথম বার নিজের চ্যানেলে বেশ কিছু মানুষকে আমন্ত্রণ জানিয়েছে নকল নিলাম পরিচালনা করলাম। দীর্ঘ দিন ধরে আইপিএল দেখছেন, তেমন কয়েক জন বিশ্লেষক এবং ক্রিকেটপ্রেমী অংশ নিয়েছিলেন। বিভিন্ন দলের মধ্যে টান টান লড়াই হয়েছে ক্রিকেটারদের দলে নেওয়ার জন্য। ব্যাপারটায় দারুণ আনন্দ পেয়েছি সবাই। সকলে খুব ভাল দলও তৈরি করেছেন।’’
অশ্বিন শুধু জানিয়েছেন, লোকেশ রাহুলকে নিয়ে তীব্র লড়াই হয়েছে দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। ১৫ কোটি টাকার বেশি দাম উঠেছে তাঁর। কার কত দাম উঠেছে বা কাকে কোন দল নিয়েছে এ সব নিয়ে মুখ খোলেননি।
এ বারের আইপিএল নিলামে নাম নথিভুক্ত করিয়েছেন ১৫৭৪ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ৪০৯ জন বিদেশি ক্রিকেটার। সর্বোচ্চ ২০৪ জন দল পেতে পারেন।