bizarre hiring

হাড়কাঁপানো ঠান্ডায় মৃতদের সঙ্গে কাটাতে হবে ১০ মিনিট! চাকরির আজব শর্তে শোরগোল

চিনের একটি সমাজমাধ্যমে এই বিজ্ঞপ্তিটি পোস্ট করেছিলেন এক সমাজমাধ্যম ব্যবহারকারী। সেখানে বলা হয়েছে, যাঁরা এই পদের জন্য আবেদন করবেন তাঁদের লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াও সরাসরি মর্গে গিয়ে ১০ মিনিট একা সময় কাটাতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ০৮:০০
Share:
A funeral home in China asks to spend candidates ten minutes to qualify

—প্রতীকী ছবি।

চাকরি পেতে হলে ঠান্ডা মর্গে মৃতদেহদের সঙ্গে কাটাতে হবে ১০ মিনিট! মর্গের ম্যানেজার পদে চাকরি পাওয়ার অন্যতম যোগ্যতা এটাই। চিনের এক পুরসভার মর্গের এই পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ পেতেই শোরগোল পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। চিনের একটি সমাজমাধ্যমে এই বিজ্ঞপ্তিটি পোস্ট করেছিলেন এক নেটমাধ্যম ব্যবহারকারী। সেখানে বলা হয়েছে যাঁরা এই পদের জন্য আবেদন করবেন, তাঁদের লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াও সরাসরি মর্গে গিয়ে ১০ মিনিট একা সময় কাটাতে হবে। সাধারণত মর্গগুলির তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৬ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঘোরাফেরা করে। কখনও তা আবার শূন্যের নীচে চলে যায়।

Advertisement

এ ছাড়াও সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এই পদের জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের বয়স ৪৫-এর নীচে হতে হবে এবং তাঁর স্কুল উত্তীর্ণ হওয়ার যোগ্যতা থাকতে হবে। মর্গের ম্যানেজার পদে যোগ দিতে হলে তাঁকে ২৪ ঘণ্টা কাজ করার ক্ষমতা থাকতে হবে। চিনের রুশান প্রদেশের মর্গটির ম্যানেজার পদের জন্য বেতন ধার্য করা হয়েছে ২৫ হাজার টাকা। গত ১১ ডিসেম্বর রুশানের এক জন বাসিন্দা এই অদ্ভুত চাকরির প্রস্তাবের কথা নেটমাধ্যমে চাউর করে দেন। ৬ ডিসেম্বর রুশানের ‘মিউনিসিপ্যাল ব্যুরো অফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি’ বিভাগ থেকে চাকরির নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের ৭০ ইউয়ান বা ভারতীয় মুদ্রায় ৮১৬ টাকা জমা দিতে হত।

তিন বছরের চুক্তিতে এই পদটিতে নিয়োগ করা হবে এবং ছয় মাসের প্রশিক্ষণ পর্বের মধ্যে থাকতে হবে, এটাও ছিল চাকরির শর্ত। চাকরির শর্ত নিয়ে মিশ্র প্রতিক্রয়া দেখা দিয়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে। এক জন লিখেছেন, ‘‘এটি ১০ জন জীবিত ব্যক্তিকে সাক্ষাৎকার দেওয়ার চেয়ে অনেক ভাল।’’ অন্য এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘একটি বই ও এক বোতল জল দিলে আমি এখানে ১০ ঘণ্টা থাকতে পারি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement