রিচা ঘোষ। —ফাইল চিত্র।
পারলেন না রিচা ঘোষেরা। মহিলাদের জাতীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতার ফাইনালে হেরে গেল বাংলার মহিলা দল। ওয়াংখেড়ের ২২ গজে ১০ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হল মুম্বই। বাংলার ৮৫ রানের জবাবে মুম্বই ১২.৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে তুলল ৮৬।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক সাইকা ইশাক। কিন্তু প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগাতে পারলেন না বাংলার মহিলা ব্যাটারেরা। ওপেনার ধারা গুজ্জর ছাড়া বাংলার কোনও ব্যাটারই বলার মতো রান করতে পারলেন না। ৩৮ বলে ২৬ রান করেন ধারা। তিনটি চার মারেন তিনি। রিচা-সহ (৪), তনুশ্রী সরকার (৫), মিতা পাল (৭), ষষ্ঠী মন্ডল (১), প্রিয়াঙ্কা বালা (২) কেউই ভরসা দিতে পারলেন না। সাত এবং আট নম্বরে নেমে কিছুটা লড়াই করার চেষ্টা করলেন হৃষিতা বসু এবং তিতাস সাধু। ৫১ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর তাঁদের ৩২ রানের জুটি কিছুটা হলেও মুখরক্ষা করে বাংলার। হৃষিতা ২৪ বলে ১৮ এবং তিতাস ১১ বলে ১৭ রান করেন।
মুম্বইয়ের বোলারদের মধ্যে সফলতম জাগ্রবী পাওয়ার ১৩ রানে ৩ উইকেট নিয়েছেন। ১১ রানে ২ উইকেট সৌম্যা সিংহের। ১টি করে উইকেট পেয়েছেন ফতিমা জাফর এবং সায়লি সাতঘরে।
জয়ের জন্য ৮৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা মুম্বইকে কোনও বেগই পেতে হয়নি। বাংলার কোনও বোলারই মুম্বইয়ের দুই ওপেনারকে অস্বস্তিতে ফেলতে পারেননি। অধিনায়ক হুমেইরা কাজ়ি ৩৬ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৫টি চার এবং ১টি ছক্কা। অপর ওপেনার ভ্রুশালি ভগত ৩৯ বলে ৪৫ রানে অপরাজি থাকেন। তিনি ৬টি চার মারেন।