PSG

লিয়োনেল মেসিদের দলে হঠাৎ ভাইরাসের আক্রমণ, বাদ দেওয়া হল এক ফুটবলারকে

ফ্রান্সের ক্লাবে একাধিক ফুটবলারের চোট রয়েছে। এর মধ্যে ভাইরাসের আক্রমণে বাদ গেলেন এক ফুটবলার। লিগের ম্যাচে মোনাকোর বিরুদ্ধে নামতেই পারলেন মেসি। তাঁর পেশিতে চোট রয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১৬
Share:

চোটের কারণে দলে নেই মেসি এবং এমবাপে। —ফাইল চিত্র

প্যারিস সঁ জরমঁ এখন একটা হাসপাতাল। একাধিক ফুটবলারের চোট। এর মাঝেই মোনাকোর বিরুদ্ধে লিগের ম্যাচে খেলতে নামার আগে ভাইরাসে আক্রমণ ফরাসি ক্লাবে। দল থেকে বাদ দেওয়া হল ফ্যাবিয়ান রুইজ়কে। প্রথম একাদশে রাখা হয়নি আখরাফ হাকিমি এবং সের্খিয়ো র‍্যামোসকেও। চোটের কারণে লিয়োনেল মেসি যে খেলতে পারবেন না, তা আগেই জানানো হয়েছিল।

Advertisement

পিএসজি-র শনিবার ম্যাচ মোনাকোর বিরুদ্ধে। সেই ম্যাচে প্রথমার্ধেই ৩ গোল খেয়ে গিয়েছে পিএসজি। মেসি নেই। কিলিয়ান এমবাপে নেই চোটের কারণে। প্রথম একাদশে রয়েছেন নেমার। এমবাপের বাঁপায়ের থাইয়ে চোট রয়েছে। সুস্থ হতে তিন সপ্তাহ লাগবে। নেমারের পেশিতে চোট ছিল। চিকিৎসার পর সুস্থ হয়ে মাঠে ফিরেছেন তিনি। নেমার ফিরলেও চোট পেয়েছেন মেসি।

মোনাকো ম্যাচের আগে মেসির চোট প্রসঙ্গে পিএসজি-র কোচ ক্রিস্টোফ গালচিয়ে অবশ্য আশঙ্কার কোনও কারণ দেখছিলেন না। তিনি বলেছিলেন, “মোনাকোর বিরুদ্ধে মেসিকে পাওয়া যাবে না। কিন্তু সোমবারই অনুশীলনে ফিরবে ও। তাই ওকে নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই। দলে মেসির গুরুত্ব আমরা জানি। ওর অনুপস্থিতিতে হয়তো অন্য কৌশলে খেলতে হবে আমাদের। আশা করি বাকি ফুটবলাররা ওর দায়িত্ব নেবে এবং দলকে জয় এনে দেবে। মরসুমের মাঝে এমন সমস্যা হতেই পারে।”

Advertisement

আগের ম্যাচে ফরাসি ক্লাবের চিন্তা বাড়িয়েছিলেন পর্তুগালের মিডফিল্ডার রেনেতো সাঞ্চেজ়। তাঁর থাইয়ে চোট লেগেছিল। এ বার যোগ হল ভাইরাসের আক্রমণ। মেসিদের ক্লাবের সমর্থকদের চিন্তা বেড়েছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মোনাকোর বিরুদ্ধে ১-৩ গোলে পিছিয়ে পিএসজি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement