ম্যাচ হেরে হতাশ রোনাল্ডো ছবি: রয়টার্স
কোচ হিসাবে প্রথম দু’ম্যাচে হারতে হয়েছে। মরসুমের শুরুতেই লিগ তালিকার শেষে দল। শনিবার ব্রেন্টফোর্ডের কাছে ০-৪ গোলে হার মেনে নিতে পারছেন না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের খেলায় তিনি এতটাই বিরক্ত যে বিরতিতেই পুরো দলকে বদলে দিতে চেয়েছিলেন।
ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে প্রথম ৩৫ মিনিটেই চার গোল খেয়ে যান রোনাল্ডোরা। লাল ম্যাঞ্চেস্টারের ফুটবলারদের মধ্যে কোনও বোঝাপড়া ছিল না। ছন্নছাড়া ফুটবলের খেসারত দিতে হয় তাঁদের। বিরতিতে তিন জন ফুটবলার বদল করেন কোচ। কিন্তু তিনি এতটাই বিরক্ত ছিলেন যে পুরো দলকে বদলে ফেলতে চেয়েছিলেন।
ম্যাচ শেষে টেন হ্যাগ বলেন, ‘‘আমি তিন জনকে বদলেছিলাম। কিন্তু সুযোগ থাকলে পুরো দলকে বদলে ফেলতাম। কিন্তু তাতেও বিশেষ সুবিধা হত কি না জানি না। কারণ বদল করে যাদেরকে নামিয়েছিলাম তারাও খুব খারাপ খেলছিল।’’
ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে টেন হ্যাগ একটি নির্দিষ্ট পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেটা মাঠে করে দেখাতে পারেননি ফুটবলাররা। টেন হ্যাগ বলেন, ‘‘আমি বলেছিলাম ওদের ফুটবলারদের আমাদের অর্ধে টেনে এনে তার পর প্রতিআক্রমণে খেলতে। কারণ, ওরা আমাদের অর্ধে এলে আমরা ওদের অর্ধে অনেকটা জায়গা পেতাম। কিন্তু ওরা আমাদের অর্ধে এলেও আমরা প্রতিআক্রমণ করতে পারিনি। এই খেলাটা আমরা চাইনি।’’
দলের ফুটবলারদের দোষ দিলেও হারের দায় নিজের মাথায় নিচ্ছেন টেন হ্যাগ। তিনি বলেন, ‘‘দলের কোচ হিসাবে হার-জিতের দায় আমার। আমি ঠিক মতো খেলাতে পারিনি। আশা করছি এই ভুল শুধরে আগামী দিনে নামব।’’