নিউ টাউনে ফুটবল প্রশিক্ষণ শিবির। —প্রতীকী চিত্র
নিউ টাউন সিই ব্লক ফের শুরু করল তাদের ফুটবল প্রশিক্ষণ শিবির। মূলত দু’টি উদ্দেশে তাদের এই পদক্ষেপ।
প্রথমত, তারা সমাজ থেকে করোনার ভয় দূর করতে চায়। দ্বিতীয়ত, আধুনিক প্রজন্মকে মোবাইলের আসক্তি থেকে বের করে আনার জন্য তাদের এই উদ্যোগ।
একটি ম্যাচের মাধ্যমে তারা এই প্রশিক্ষণ শিবির শুরু করল। এই ম্যাচ ছিল ষাটোর্ধ্বদের নিয়ে। তাতে ৮০ বছরের ‘যুবক’-ও খেলেছেন। সবাই সম্পূর্ণ সুস্থ আছেন।
অতিমারির প্রভাব কাটিয়ে ছন্দে ফিরছে নিউটাউন। স্কুল খুলে গিয়েছে। খুলে গিয়েছে খেলার মাঠও। সিই ব্লকের এই ফুটবল প্রশিক্ষণ শিবিরে অংশ নিচ্ছেন মহিলারাও। মোট শিক্ষার্থীর সংখ্যা ৫০ জনেরও বেশি।
করোনার কারণে হারিয়ে যাওয়া শৈশবকে ফিরিয়ে দিল খেলার মাঠ। ৬০ থেকে ৮০ বছর বয়সি বৃদ্ধ-বৃদ্ধারা পায়ে বল তুলে নিয়ে ছোটদের উৎসাহ দেন।