লায়নের মতে গোটা অস্ট্রেলিয়া দল পেনের পাশে আছে। —ফাইল চিত্র
অ্যাশেজে অস্ট্রেলিয়ার হয়ে উইকেটরক্ষক হিসেবে টিম পেনকেই চাইছেন নেথন লায়ন। ৮ ডিসেম্বর ব্রিসবেনে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার টেস্ট। যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে অধিনায়কত্ব ছেড়েছেন পেন। এর পর তিনি দলে থাকবেন কি না সেই নিয়েও জটিলতা তৈরি হয়। লায়ন যদিও পেনকেই চাইছেন উইকেটরক্ষক হিসাবে।
অ্যাশেজের জন্য যে দল বেছে নেওয়া হয়েছে, তাতে এক মাত্র উইকেটরক্ষক পেন। লায়ন বলেন, “নির্বাচকরা সেরা একাদশ বেছে নিতে বলেছেন। আমার চোখে পেন এই মুহূর্তে বিশ্বের সেরা উইকেটরক্ষক। আমাকে স্বার্থপর মনে হতে পারে, কিন্তু একজন বোলার হিসেবে উইকেটের পিছনে সেরা ব্যক্তিকেই চাইব। প্রতিটা বোলারের সঙ্গে উইকেটরক্ষকের একটা আলাদা সম্পর্ক থাকে। মনে হয় সব বোলারের হয়েই বলতে পারি যে তারা দলে সেরা উইকেটরক্ষককেই চাইবেন।”
লায়নের মতে গোটা অস্ট্রেলিয়া দল পেনের পাশে আছে। লায়ন বলেন, “আমি পেনের পাশে আছি। সাজঘরে সবাই যে ওর পাশে থাকবে সেই বিষয়ে আমি ১০০ শতাংশ নিশ্চিত।”
এই বছরের শুরুতে ব্রিসবেনে গব্বার মাঠে ভারতের বিরুদ্ধে হেরে যায় অস্ট্রেলিয়া। সেই মাঠেই ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজের প্রথম ম্যাচ খেলতে নামবেন স্টিভ স্মিথরা। ইংল্যান্ড দলে বেন স্টোকস ফিরে আসায় পূর্ণ শক্তি নিয়েই গব্বায় নামবে অস্ট্রেলিয়া।