গোলের পর উল্লাস জার্মানির ফুটবলারদের। নেশনস লিগে। ছবি: রয়টার্স।
নেশনস লিগে ছন্দে জার্মানি। বড় জয় পেয়েছে তারা। বসনিয়া ও হার্জেগোভিনাকে ৭-০ গোলে হারিয়েছে জার্মানি। জিতেছে নেদারল্যান্ডসও। হাঙ্গেরিকে ৪-০ গোলে হারিয়েছে তারা। এই দুই ম্যাচের পর গ্রুপ এ৩-এর শীর্ষে জার্মানি। দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস।
জার্মানির বিরুদ্ধে বসনিয়া যে দাঁড়াতে পারবে না তার ইঙ্গিত খেলা শুরুর ২ মিনিটের মাথায় দিয়ে দেন জামাল মুসিয়ালা। জার্মানির প্রথম গোল করেন তিনি। সেই শুরু। পরের ৭৭ মিনিটে আরও ৫টি গোল করে জার্মানি। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায় তারা। ২৩ মিনিটের মাথায় টিম ক্লেইনডিয়েন্সট ও ৩৭ মিনিটে কাই হাভের্ৎজ় গোল করেন।
দ্বিতীয়ার্ধেও গোলের ধারা চলতে থাকে। ৫০ ও ৫৭ মিনিটের মাথায় পর পর দু’টি গোল করেন ফ্লোরিয়ান উইর্ৎজ়। ৬৬ মিনিটে দলের ষষ্ঠ গোল করেন লেরয় সানে। ৭৯ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করেন ক্লেইনডিয়েন্সট। ব্যবধান আরও বাড়তে পারত। কয়েকটি সুযোগ নষ্ট করেন সানেরা। বসনিয়ার গোল লক্ষ্য করে ১৩টি শট মারেন জার্মান ফুটবলারেরা। তার মধ্যে সাতটি জালে জড়ায়।
অন্য দিকে সমান পয়েন্টে থেকে হাঙ্গেরির বিরুদ্ধে খেলতে নেমেছিল নেদারল্যান্ডস। ফলে দু’দলের কাছেই ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল। হাঙ্গেরির বিরুদ্ধে দাপট দেখাল কমলা বাহিনী। প্রথমার্ধে জোড়া পেনাল্টি পায় নেদারল্যান্ডস। ২১ মিনিটের মাথায় উট উইঘর্স্ট ও প্রথমার্ধের সংযুক্তি সময়ে কডি গ্যাকপো স্পট থেকে গোল করেন। দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটের মাথায় ডেনজ়েল ডামফ্রিস ও ৮৫ মিনিটে টিউন কুপমেইনার্স দলের বাকি দু’টি গোল করেন। হাঙ্গেরি অনেক চেষ্টা করেও কোনও গোল করতে পারেনি।
খেলা শুরুর সাত মিনিট পরেই খেলা বন্ধ করতে হয়। হাঙ্গেরির সহকারী কোচ অ্যাডাম জ়ালাই অসুস্থ হয়ে পড়েন। মাঠে কিছু ক্ষণ চিকিৎসার পর স্ট্রেচারে করে মাঠ থেকে বার করে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রায় ১০ মিনিট বন্ধ থাকে খেলা। পরে হাঙ্গেরি দল জানিয়েছে, স্থিতিশীল রয়েছেন জ়ালাই। তাঁর চিকিৎসা চলছে।