IPL Auction 2025

কেকেআরের ছেড়ে দেওয়া ১৬ ক্রিকেটার এ বার নিলামে, কার দর সর্বোচ্চ? কাদের দাম কম

চলতি মাসেই হবে আইপিএলের নিলাম। গত বার কলকাতা নাইট রাইডার্সে খেলা ১৬ জন ক্রিকেটার এ বার নিলামে নামছেন। তাঁদের কার দর কত?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ২১:৩১
Share:

কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। —ফাইল চিত্র।

নিলামের আগে ছ’জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। গত বারের আইপিএলজয়ী অধিনায়ক শ্রেয়স আয়ারকেও ছেড়ে দিয়েছে তারা। চলতি মাসেই হবে আইপিএলের নিলাম। গত বার কলকাতা নাইট রাইডার্সে খেলা ১৬ জন ক্রিকেটার এ বার নিলামে নামছেন। তাঁদের কার দর কত?

Advertisement

কেকেআরে গত বারে খেলা যে ১৬ জন ক্রিকেটার এ বার নিলামে নামছেন তাঁদের মধ্যে পাঁচ জন বিদেশি ও ১১ জন ভারতীয়। বিদেশিরা হলেন— মিচেল স্টার্ক, ফিল সল্ট, রহমানুল্লা গুরবাজ়, গাস অ্যাটকিনসন ও আল্লা গজ়নফর। ১১ জন ভারতীয় ক্রিকেটারের তালিকায় রয়েছেন— শ্রেয়স আয়ার, বেঙ্কটেশ আয়ার, নীতীশ রানা, অঙ্গকৃশ রঘুবংশী, বৈভব অরোরা, সূযশ শর্মা, শ্রীকর ভরত, অনুকূল রায়, সাকিব হুসেন, মণীশ পাণ্ডে ও চেতন সাকারিয়া।

এ বারের আইপিএলের নিলামে ন্যুনতম মূল্য সর্বোচ্চ ২ কোটি টাকা। তার পর ধীরে ধীরে তা কমেছে। দেড় কোটি, ১ কোটি ২৫ লক্ষ, ১ কোটি, ৭৫ লক্ষ, ৫০ লক্ষ, ৪০ লক্ষ ও ৩০ লক্ষ টাকা ন্যুনতম মূল্য রাখা হয়েছে। কেকেআরের ১৬ জন ক্রিকেটার ২ কোটি, ১ কোটি ৫০ লক্ষ, ৭৫ লক্ষ ও ৩০ লক্ষ টাকার স্তরে রয়েছেন।

Advertisement

কেকেআরে গত বার খেলা ছ’জন ক্রিকেটারের ন্যুনতম মূল্য ২ কোটি টাকা। তাঁরা হলেন— শ্রেয়স, বেঙ্কটেশ, স্টার্ক, গুরবাজ়, সল্ট ও অ্যাটকিনসন। দেড় কোটি টাকা দর একমাত্র নীতীশের। ৭৫ লক্ষ টাকা ন্যুনতম মূল্য চার জনের। তাঁরা হলেন ভরত, গজ়নফর, মণীশ ও সাকারিয়া। পাঁচ জনের ন্যুনতম মূল্য ৩০ লক্ষ টাকা। সেই তালিকায় রয়েছেন রঘুবংশী, বৈভব, সূযশ, অনুকূল ও সাকিব।

২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় হবে এ বারের নিলাম। ভারতীয় সময় দুপুর ৩টে থেকে নিলাম শুরু হবে। সেই সময় ভারতীয় দল খেলতে ব্যস্ত থাকবে। ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্‌থে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement