Mohun Bagan

যুবভারতীতে ড্রাম, ব্যানারে মোহন সমর্থকদের ছাড়, নিষেধাজ্ঞা একটি ম্যাচে, কোন ম্যাচে?

শুক্রবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে নামার আগে খুশির খবর মোহনবাগান সমর্থকদের জন্যে। এত দিন যে যে জিনিস নিয়ে তাঁরা স্টেডিয়ামে ঢুকতে পারতেন না, তার অনুমতি দেওয়া হল বুধবার।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫৫
Share:

মোহনবাগান সমর্থকেরা। — ফাইল চিত্র।

শুক্রবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে নামার আগে খুশির খবর মোহনবাগান সমর্থকদের জন্যে। যুবভারতীতে এত দিন অনেক কিছু নিয়েই ঢোকা বারণ ছিল। তার মধ্যে কিছু জিনিস নিয়ে ভেতরে ঢোকার অনুমতি পাওয়া গেল। মোহনবাগানের তরফেই আনুষ্ঠানিক ভাবে তা জানানো হয়েছে। পাশাপাশি, এ দিনের ম্যাচের পরেও বাস এবং মেট্রোর ব্যবস্থা থাকছে।

Advertisement

প্রিয় দলকে সমর্থন জানাতে মাঠে গেলেও টিফো, মেগাফোন, ড্রাম, ব্যানার ইত্যাদি নিয়ে ঢোকা যেত না। তাই নিয়ে সমর্থকদের সঙ্গে প্রায় প্রতি ম্যাচেই পুলিশের ঝামেলা হত। সম্প্রতি মোহনবাগানের পক্ষ থেকে পুলিশ এবং রাজ্যের ক্রীড়া দফতরের কাছে আবেদন করা হয়েছিল যাতে ক্ষতিকর নয় এমন জিনিস নিয়ে সমর্থকদের মাঠে ঢুকতে দেওয়া হয়। সেই অনুমতি দেওয়া হয়েছে।

ফলে বুধবার থেকে যুবভারতীতে ড্রাম, মেগাফোন, ব্যানার, পতাকা এবং টিফো নিয়ে ঢোকা যাবে। তবে শুধুমাত্র মোহনবাগান ক্লাবের স্বীকৃত ফ্যান গ্রুপগুলিই এই সুবিধা পাবে। সাধারণ কোনও সমর্থক বা সরকারি ফ্যান গ্রুপ নয়, এমন কোনও সমর্থকের দল এই জিনিসগুলি নিয়ে ঢুকতে পারবে না। তা ছাড়া, কলকাতা ডার্বিতে এই জিনিসগুলি নিয়ে আসা যাবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement