Mohun Bagan

দুই প্রাক্তনীকে নিয়ে চিন্তা নেই, ওড়িশার বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়াই লক্ষ্য মোহনবাগানের

আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি ম্যাচ মানেই উপভোগ্য লড়াই। সেই ওড়িশার বিরুদ্ধে ভুবনেশ্বরে রবিবার খেলতে নামবে মোহনবাগান। বিপক্ষের মাঠে তিন পয়েন্ট আদায় করাই লক্ষ্য মোহনবাগান কোচের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ২০:১৫
Share:

অনুশীলনে খোশমেজাজে মোহনবাগানের ফুটবলারেরা। ছবি: সমাজমাধ্যম।

আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি ম্যাচ মানেই উপভোগ্য লড়াই। এই দুই ক্লাবের লড়াই শুধু মাঠেই থেমে থাকে না। মাঠের বাইরেও চলে। এই দলের বিরুদ্ধে পাঁচ গোল খাওয়ার ইতিহাসও রয়েছে মোহনবাগানের। সেই ওড়িশার বিরুদ্ধে ভুবনেশ্বরে রবিবার খেলতে নামবে মোহনবাগান। বিপক্ষের মাঠে তিন পয়েন্ট আদায় করাই লক্ষ্য মোহনবাগান কোচের।

Advertisement

সাত ম্যাচে আট পয়েন্ট নিয়ে ওড়িশা পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে। মরসুমের শুরুটা ভাল হয়নি। ফলে মোহনবাগানের কাছে সুযোগ রয়েছে তিন পয়েন্ট পাওয়ার। তবে বরাবরের মতোই বিপক্ষকে খাটো করে দেখতে চাইলেন না কোচ হোসে মোলিনা। তাঁর মতে, মোহনবাগানকে বেগ দেওয়ার ক্ষমতা রয়েছে ওড়িশার।

ম্যাচের দু’দিন আগে মোলিনা বলেছেন, “ওড়িশা দলে অনেক ভাল ভাল ফুটবলার রয়েছে। হয়তো নিজেদের সেরা ছন্দে নেই। তবে দলটার ইতিহাসের কথাও তো মাথায় রাখতে হবে। আমি কখনওই ভাবছি না সহজে ম্যাচটা জিতব। তিন পয়েন্ট পেতে যথেষ্ট লড়াই করতে হবে আমাদের। আইএসএলে সহজ কোনও ম্যাচ নেই। ওড়িশাও আমাদের হারিয়ে ফর্মে ফেরার জন্য মরিয়া হয়ে থাকবে। ওদের হালকা ভাবে নিলে ভুগতে হবে নিজেদেরই।”

Advertisement

মোহনবাগানের চিন্তা হতে পারে দুই প্রাক্তনী। রয় কৃষ্ণ দুই মরসুম ধরে ওড়িশায় খেলছেন। এই মরসুমের আগে যোগ দিয়েছেন হুগো বুমোসও। মোহনবাগানের শক্তি-দুর্বলতা দু’জনেরই জানা। তবে এই দু’জনকে নিয়ে ভাবতে নারাজ মোলিনা। বললেন, “ওদের খেলোয়াড়দের নিয়ে ওরা ভাববে। আমরা গোটা দলটাকে নিয়ে ভাবছি। আমি ওদের সমীহ করি। দু’জনেই ভাল খেলোয়াড়। তবে আমার নিজেদের খেলোয়াড়দের নিয়ে আত্মবিশ্বাস রয়েছে।”

মোহনবাগান কোচের চিন্তার কারণ হতে পারেন গ্রেগ স্টুয়ার্ট। চোট পাওয়া খেলোয়াড়কে ওড়িশার বিরুদ্ধে পাওয়ার সম্ভাবনা কম। গত কয়েক দিনের মতো এ দিনও অনুশীলন করেননি। গাড়ি থেকে নেমে ক্লাবে ঢোকার সময়ও সামান্য খোঁড়াতে দেখা গেল। মেডিক্যাল রুম থেকে সোজা জিম রুমে চলে যান। বল পায়ে অনুশীলন করেননি। তাঁর মেডিক্যাল রিপোর্ট নিয়ে অনুশীলন সহকারীদের সঙ্গে বেশ কিছু ক্ষণ আলোচনা করতে দেখা যায় মোলিনাকে।

তার আগে মোলিনা বলেন, “গ্রেগের শারীরিক অবস্থা খুব ভাল জায়গায় নেই। চোট রয়েছে। আজ ও কাল দলের অনুশীলন রয়েছে। সেখানে ওকে দেখে সিদ্ধান্ত নেব।” মোলিনা জানিয়েছেন, তাঁর হাতে দিমিত্রি পেত্রাতোস, সাহাল সামাদের মতো খেলোয়াড় রয়েছেন। স্টুয়ার্টের অভাব তাঁরা ঢেকে দিতে পারেন। দিমিত্রির খেলার সম্ভাবনাই বেশি।

শেষ তিন ম্যাচে গোল হজম করেনি মোহনবাগান। তবে রক্ষণ নিয়ে চিন্তা পুরোপুরি মিটেছে তা নয়। সেটা মনে করিয়েই মোলিনা বলেছেন, “সব দলেই ভাল স্ট্রাইকার রয়েছে। আমরা যদি ওদের শাসন করার সুযোগ করে দিই তা হলে গোল করেই। ওড়িশারও ভাল স্ট্রাইকার রয়েছে। আমাদের ভাল ভাবে রক্ষণ করতে হবে। আশা করি আরও একটা ম্যাচে ক্লিন শিট (গোল হজম না করা) রাখতে পারব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement