অনুশীলনে মোহনবাগানের দিমিত্রি পেত্রাতোস (বাঁ দিকে) ও ইস্টবেঙ্গলের দিমিত্রিয়স দিয়ামানতাকোস। ছবি: সমাজমাধ্যম।
বাকি আর মাত্র ছ’দিন। ১১ জানুয়ারি আইএসএলের ফিরতি ডার্বিতে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। তার আগে দেখা গেল এক অন্য রকমের দৃশ্য। পাশাপাশি মাঠে অনুশীলন করলেন মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ফুটবলারেরা। এই দৃশ্য সাধারণত কলকাতা ফুটবলে দেখা যায় না। বরং ডার্বির আগে অনেক কোচই রুদ্ধদ্বার অনুশীলন করেন। কিন্তু এ বার তা দেখা গেল না। অবশ্য তার নেপথ্যে অন্য কাহিনি রয়েছে।
ডার্বির আগে সোমবার ইস্টবেঙ্গল খেলবে মুম্বইয়ের বিরুদ্ধে। ঘরের মাঠে সেই ম্যাচের আগে তাই যুবভারতীতে অনুশীলনে ব্যস্ত ছিল ইস্টবেঙ্গল। ডার্বির আগে মোহনবাগানের কোনও ম্যাচ নেই। তার পরেও সবুজ-মেরুন ফুটবলারদের পাশের মাঠে দেখা গেল। ইস্টবেঙ্গলের পুরো দল অনুশীলন করলেও পাশের মাঠে অবশ্য ছিলেন বাগানের দুই বিদেশি ফুটবলার দিমিত্রি পেত্রাতোস ও গ্রেগ স্টুয়ার্ট।
বাগানের এই দুই ফুটবলারই চোটে রয়েছেন। স্টুয়ার্ট দীর্ঘ দিন মাঠের বাইরে রয়েছেন। মাঝে দু’একটি ম্যাচে তাঁকে অল্প সময় খেলিয়েছেন কোচ হোসে মোলিনা। তবে ডার্বিতে তাঁকে দরকার। সেই কারণেই হয়তো স্টুয়ার্টকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বাগান। কয়েক দিন আগে চোট পেয়েছেন পেত্রাতোসও। গত দু’টি ম্যাচে তিনি খেলতে পারেননি। তিনিও সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন। যুবভারতীতে এই দুই ফুটবলারকে দেখা গেল সহকারী কোচের সঙ্গে অনুশীলন করছেন।
ডার্বির আগে অবশ্য এই দৃশ্য দেখা যাবে না। ইস্টবেঙ্গল এখন তৈরি হচ্ছে মুম্বইয়ের বিরুদ্ধে নামার জন্য। সেই ম্যাচের প্রস্তুতি আলাদা। ডার্বির প্রস্তুতি আলাদা। অন্য দিকে বাগানের পুরো দল অনুশীলন করেনি। তাই পাশাপাশি মাঠে অনুশীলন করলেও দুই কোচের পরিকল্পনা ফাঁস হওয়ার কোনও সম্ভাবনা নেই। সেই কারণেই কোনও সমস্যা হয়নি দুই প্রধানের।
আইএসএলের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে মোহনবাগান। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট তাদের। ইস্টবেঙ্গল রয়েছে ১১ নম্বরে। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। মুম্বইকে হারাতে পারলে ডার্বিতে নামার আগে আত্মবিশ্বাস বাড়বে লাল-হলুদের। আর হারলে আরও চাপে থাকবে দল। আইএসএলের প্রথম ডার্বিতে জিতেছিল মোহনবাগান। এখন দেখার ফিরতি ডার্বির রং কী হয়।