Mohammedan Sporting Club

কলকাতা লিগে মহমেডানের ম্যাচেও আরজি কর-কাণ্ডের প্রতিবাদ, ফুটবল মাঠে উঠল ‘বিচার চাই’ দাবি

রবিবার ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের সঙ্গে আরজি কর-কাণ্ড নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন মহমেডানের সমর্থকেরাও। সোমবার মহমেডানের ম্যাচেও দেখা গেল প্রতিবাদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৪ ১৯:৪৩
Share:

(বাঁ দিকে) মহমেডান ম্যাচের পর ‘জাস্টিস ফর আরজি কর’ লেখা টিশার্ট নিয়ে দুই গোলদাতা মহীতোষ এবং ইসরাফিল। অনূর্ধ্ব-২০ সাফে ভারতের গোলদাতা মণিরুল। ছবি: এক্স।

রবিবার যুবভারতীর সামনে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের সঙ্গে যোগ দিয়ে আরজি কর-কাণ্ড নিয়ে প্রতিবাদ এবং ডার্বি বাতিলের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন মহমেডানের সমর্থকেরা। সোমবার মহমেডানের ম্যাচেও দেখা গেল প্রতিবাদ। ম্যাচের মাঝে উঠল স্লোগান। ম্যাচের পর ‘জাস্টিস ফর আরজি কর’ লেখা টিশার্ট সামনে ধরে ছবি তুললেন ফুটবলারেরা।

Advertisement

সোমবার কলকাতা লিগে এরিয়ানের বিরুদ্ধে নিজেদের মাঠে খেলতে নেমেছিল মহমেডান। সেই ম্যাচ ৪-১ গোলে জিতেছে তারা। হ্যাটট্রিক করেন ইসরাফিল দেওয়ান। অপর গোল মহীতোষ রায়ের। ম্যাচের পর দর্শকাসনের সামনে গিয়ে ‘জাস্টিস ফর আরজি কর’ লেখা টিশার্টের সঙ্গে ছবি তোলেন দুই গোলদাতা। এর পর সেই জার্সিই মাঠে এনে কয়েক জন ফুটবলার ছবি তোলেন।

ম্যাচের মাঝেও শোনা গিয়েছে ‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগান। সমর্থকেরা গলা মিলিয়েছেন তাতে। আরজি কর-কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে কলকাতা ময়দানে। রবিবারের বিক্ষোভের পর সোমবারের ম্যাচেও দেখা গেল প্রতিবাদ। মঙ্গলবার ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে নিজেদের মাঠে। সমর্থকেরা আগে থেকেই হুঁশিয়ারি দিয়েছেন, যেখানেই ম্যাচ হবে সেখানেই তাঁরা প্রতিবাদ করবেন। আপাতত দেখার লাল-হলুদের ম্যাচে কী হয়।

Advertisement

এ দিন প্রথমার্ধে এরিয়ান এগিয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় মহমেডান। বাঁকানো শটে গোল করেন মহীতোষ। ৬০ মিনিটে প্রথম গোল করেন ইসরাফিল। সংযুক্তি সময়ে তিনি আরও দু’টি গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। লিগের পয়েন্ট তালিকায় ১০ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে উঠে এল মহমেডান।

এ দিকে, সোমবার নেপালের ললিতপুরে ভারতের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ ছিল ভুটানের বিরুদ্ধে। সেই ম্যাচে ভারতের একমাত্র গোল করেন বাংলার মণিরুল মোল্লা। গোলের পর তিনিও জার্সি তুলে আরজি কর-কাণ্ডের বিচার চান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement