গোলের উল্লাস ডেভিডের। ছবি: সংগৃহীত।
খিদিরপুর, ইস্টবেঙ্গলের পর ভবানীপুর। কলকাতা লিগের সুপার সিক্সেও অপ্রতিরোধ্য মহমেডান স্পোর্টিং। শনিবার ঘরের মাঠে ভবানীপুরকে ২-১ গোলে হারিয়ে দিল তারা। আবারও জোড়া গোল ডেভিড লালানসাঙ্গার। কলকাতা লিগের প্রতি ম্যাচেই অনবদ্য খেলছেন। সর্বোচ্চ গোলদাতা হিসাবেও বাকিদের থেকে অনেকটাই এগিয়ে। কলকাতা লিগে ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট হল মহমেডানের। দ্বিতীয় স্থানে থাকা ডায়মন্ড হারবারের থেকে ছয় পয়েন্টে এগিয়ে। ডায়মন্ড হারবার অবশ্য দু’টি ম্যাচ কম খেলেছে।
বৃষ্টির কারণে মাঠের অবস্থা খুব একটা ভাল ছিল না। তার মধ্যেই আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করে মহমেডান। প্রথম একাদশে তিন বদল করেছিলেন কোচ আন্দ্রেই চের্নিশভ। গণেশ, অভিজিৎ এবং করণকে প্রথম একাদশে এনেছিলেন, যাতে আক্রমণ আরও শক্তিশালী হয়।
১৭ মিনিটের মাথায় প্রথম গোল করে মহমেডান। ভবানীপুরের রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে গোল করেন ডেভিড। তিনি পাস পেয়েছিলেন স্যামুয়েলের থেকে। তবে সমতা ফেরাতে সময় নেয়নি ভবানীপুর। ৩১ মিনিটে গোল করেন জিতেন মুর্মু।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্যে মরিয়া হয়ে ঝাঁপায় মহমেডান। বেশি ক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ৬৩ মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন ডেভিড। এই নিয়ে কলকাতা লিগে ১৯টি গোল হয়ে গেল তাঁর। বাকি সময়ে ভবানীপুরকে সমতা ফেরানোর আর সুযোগ দেয়নি মহমেডান।