ICC ODI World Cup 2023

পাকিস্তানের অশ্বিন, ১৫ মাস পর দলে ফিরেই সোজা বিশ্বকাপে, কী ভাবে সুযোগ পেলেন?

এশিয়া কাপে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন নাসিম শাহ। পাকিস্তানের তরুণ পেসারের বদলে দলে নেওয়া হয়েছে অভিজ্ঞ হাসান আলিকে। কী ভাবে ১৫ মাস পর সুযোগ পেলেন তিনি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২১:১১
Share:

রবিচন্দ্রন অশ্বিন। — ফাইল চিত্র।

এশিয়া কাপে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন নাসিম শাহ। পাকিস্তানের তরুণ পেসারের বদলে দলে নেওয়া হয়েছে অভিজ্ঞ হাসান আলিকে। দেড় বছর আগে শেষ এক দিনের ম্যাচ খেলেছিলেন হাসান। দলে ফিরেই সরাসরি বিশ্বকাপে সুযোগ পেলেন। প্রসঙ্গত, ভারতের রবিচন্দ্রন অশ্বিনও শেষ এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দেড় বছর আগে। তিনিও বিশ্বকাপের দলে ঢোকার জোরালো দাবিদার। এখন খেলছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ে।

Advertisement

কেন হাসানকে নেওয়া হল তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। ২০২২-এর জুনে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ বার ৫০ ওভারের ম্যাচ খেলেছিলেন। বাকি পেসাররা ফর্মে থাকায় তিনি আর সুযোগ পাচ্ছিলেন না। কিন্তু বিশ্বকাপে তাঁর উপরেই ভরসা রাখা হয়েছে।

তবে জায়গা হারালেও ঘরোয়া ক্রিকেটে একটানা ভাল খেলেছেন হাসান। পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেছেন। ইংল্যান্ডে গিয়ে বার্মিংহ্যাম বিয়ার্সের হয়ে ৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন। লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা অরার হয়ে খেলে ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন। ওভারপিছু খুব বেশি রানও দেন না। নিয়মিত ক্রিকেটের মধ্যে ছিলেন বলেই তাঁকে বেছে নেওয়া হয়েছে।

Advertisement

প্রধান নির্বাচক ইনজামাম উল হক বলেছেন, “নাসিমকে হারানো দুর্ভাগ্যজনক। মহম্মদ হাসনাইনেরও চোট রয়েছে। বাকিদের মধ্যে সবচেয়ে ভাল ফর্মে রয়েছে হাসান। পাকিস্তানের হয়ে বড় প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা রয়েছে। নতুন বলে বল করতে পারে। ও আসায় দলে শক্তি বাড়বে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement