Lionel Messi

ছ’মাস পর দেশের হয়ে খেললেন মেসি, জিতল আর্জেন্টিনা, ফ্রান্সের হয়ে ফিরলেন এমবাপেও

ছ’মাস পর আর্জেন্টিনার জার্সি গায়ে আবার দেখা গেল লিয়োনেল মেসিকে। ইকুয়েডরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেললেন তিনি। ১-০ গোলে আর্জেন্টিনা হারিয়েছে ইকুয়েডরকে। কিলিয়ান এমবাপে খেললেও ফ্রান্স জিততে পারেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১০ জুন ২০২৪ ১৭:২৭
Share:

বিপক্ষের সঙ্গে বল দখলের লড়াই মেসির। ছবি: রয়টার্স।

ছ’মাস পর আর্জেন্টিনার জার্সি গায়ে আবার দেখা গেল লিয়োনেল মেসিকে। রবিবার রাতে ইকুয়েডরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেললেন তিনি। জিতেছে তাঁর দলও। ১-০ গোলে আর্জেন্টিনা হারিয়েছে ইকুয়েডরকে। তবে মেসি গোল পাননি।

Advertisement

মার্চ মাসে কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে এল সালভাদর এবং কোস্টা রিকার বিরুদ্ধে খেলেছিল আর্জেন্টিনা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে খেলেননি মেসি।

রবিবারও প্রথমার্ধে মেসিকে নামাননি কোচ লিয়োনেল স্কালোনি। তবে ৪০ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। ক্রিশ্চিয়ান রোমেরোর পাস থেকে গোল করেন অ্যাঙ্খেল দি মারিয়া।

Advertisement

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে মেসি নামেন দি মারিয়ার বদলেই। তবে গোল করতে পারেননি। দলেরও গোলসংখ্যা বাড়েনি।

আর্জেন্টিনার হয়ে গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এলেন দি মারিয়া। যুগ্মভাবে রয়েছেন গঞ্জালো হিগুয়েনের সঙ্গে। দিয়েগো মারাদোনার থেকে চার গোল পিছিয়ে।

২০১৯ সাল এবং সাত ম্যাচ পর ইকুয়েডরকে হারাল আর্জেন্টিনা। শুক্রবার ওয়াশিংটনে গুয়াতেমালার বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচ আর্জেন্টিনার। ২০ জুন কোপার প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ কানাডা।

এ দিকে, ইউরো কাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে ফ্রান্স ০-০ ড্র করেছে কানাডার বিরুদ্ধে। কিলিয়ান এমবাপে মাত্র ২০ মিনিট খেলেছেন। ৭৪ মিনিটে মাঠে নামলেও দলকে জেতাতে পারেননি। তবে গত বুধবার লুক্সেমবুর্গের বিরুদ্ধে গোল করেছিলেন।

১৭ জুন ইউরো কাপের প্রথম ম্যাচে নামছে ফ্রান্স। প্রতিপক্ষ অস্ট্রিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement