Lionel Messi

কেন হঠাৎ প্যারিস ছাড়লেন, মুখ খুললেন লিয়ো মেসি

প্যারিসের ক্লাব ছেড়ে আমেরিকার ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিয়ো মেসি। দু’বছর থাকার পর কেন তিনি হঠাৎ ক্লাব ছাড়লেন, সেই প্রসঙ্গে কথা বললেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৩ ২২:১৮
Share:

লিয়োনেল মেসি। — ফাইল চিত্র

প্যারিস সঁ জরমঁ ছেড়ে দিয়ে কিছু দিন আগেই ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিয়োনেল মেসি। কিন্তু প্যারিসের ক্লাবে থাকাকালীন তাঁকে অনেক যন্ত্রণা সইতে হয়েছে। ক্লাবের সমর্থকরা শিস দিয়ে ব্যঙ্গ করেছেন। অপমান করেছেন পরিবারকে। সেই অধ্যায় নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি। জানালেন, প্যারিসের এক অংশের সমর্থক কোনও দিনই তাঁকে মেনে নেননি। একই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে কিলিয়ান এমবাপে এবং নেমারকেও।

Advertisement

ফ্রান্সের এক টিভি চ্যানেলে মেসি বলেছেন, “প্রথম প্রথম প্যারিসের লোকজনদের ভালই লাগত। আমাকে উৎসাহ দিতেন ওঁরা। তার পর হঠাৎ করেই এক অংশের লোকের আচরণ বদলে যায়। আমার সঙ্গে অন্য রকম আচরণ শুরু করেন ওঁরা। এটা স্রেফ একটা অংশের সমর্থকদের কাণ্ড ছিল। বেশির ভাগ সমর্থকই আমাকে ভালবাসতেন। প্যারিসের সমর্থকদের নিজেদের মধ্যে পরিষ্কার একটা বিভাজন ছিল।”

মেসি যোগ করেছেন, “আমি চাইনি কোনও বিভাজন থাকুক। কিন্তু আগে এমবাপে এবং নেমারের সঙ্গেও একই কাজ করেছেন ওঁরা। এটাই ওঁদের স্বাভাবিক আচরণ। তবু এর মধ্যেও যাঁরা আমাকে সমর্থন করেছেন তাঁদের ভুলব না। প্রথম থেকেই ওঁরা আমার পাশে ছিলেন।”

Advertisement

প্রসঙ্গত, ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর থেকেই মেসি আরও বেশি বিদ্রূপের শিকার হন। কিছু ফরাসিপ্রেমী কোনও ভাবেই দেশের হার মেনে নিতে পারেননি। মেসি বিশ্বকাপ জেতায় যাবতীয় ক্ষোভ গিয়ে পড়ে তাঁর উপরেই।

এ দিকে, ফরাসি সংবাদমাধ্যম সূত্রে খবর, মেসি ক্লাব ছাড়ার আগে এমবাপেকেও অন্য ক্লাবে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। মেসি এমবাপেকে বলেছিলেন, “আমি চাইব তুমি বার্সেলোনাতে যাও। কিন্তু যদি তুমি রিয়াল মাদ্রিদে যেতে চাও, সেখানেই যাও। এমন একটা দলে যাও যারা জিততে জানে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement