ট্রফি নিয়ে উচ্ছ্বাস রিয়াল মাদ্রিদ দলের। ছবি: রয়টার্স।
আন্তর্মহাদেশীয় কাপ জিতল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে কাতারে তারা হারিয়েছে মেক্সিকোর ক্লাব পাচুকাকে। দলের তিন প্রধান ফুটবলার কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো গোল করেছেন। চলতি মরসুমে সুপার কাপের পর দ্বিতীয় ট্রফি জিতল রিয়াল।
পাচুকা ম্যাচটা শুরু করেছিল আগ্রাসী ভঙ্গিতেই। একের পর এক পাস খেলে এবং রিয়ালের অর্ধে গিয়ে তাদের রক্ষণকে ব্যস্ত করে তুলেছিল। গোলকিপার থিবো কুর্তোয়ার জন্য বেঁচে যায় রিয়াল। ধৈর্য ধরে রাখার ফল পায় তারা। ৩৭ মিনিটে এমবাপে গোল করেন জুড বেলিংহ্যামের পাস থেকে।
দ্বিতীয়ার্ধে নেলসন দেওসার সৌজন্যে সমতা ফেরানোর কাছাকাছি পৌঁছে গিয়েছিল পাচুকা। বল নিয়ে একাই রিয়ালের বক্সে পৌঁছে গেলেও তাঁর শট পোস্টের বাইরে যায়। তবে কিছু ক্ষণ পরেই দূরপাল্লার শটে দলের দ্বিতীয় গোল করেন রদ্রিগো। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন ভিনিসিয়াস।
রিয়ালের কোচ হিসাবে ১৫তম ট্রফি জিতলেন কার্লো আনচেলোত্তি। পেরিয়ে গেলেন মিগুয়েল মুনোজ়কে। ২০২১ সালে দ্বিতীয় বার রিয়ালের কোচ হওয়ার পর তিনি ১১টি ট্রফি জিতেছে। তার আগে ২০১৩-১৫ সালের মধ্যে জিতেছিলেন চারটি ট্রফি।
এই নিয়ে আন্তর্মহাদেশীয় কাপ চার বার জিতল রিয়াল। আগে জিতেছিল ১৯৬০, ১৯৯৮ এবং ২০০২ সালে। এ ছাড়া পাঁচ বার ক্লাব বিশ্বকাপ জিতেছে রিয়াল।
এ দিকে, ইংল্যান্ডের লিগ কাপে জিতেছে আর্সেনাল, লিভারপুল এবং নিউক্যাসল। গ্যাব্রিয়েল জেসুসের হ্যাটট্রিকে আর্সেনাল ৩-২ হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। লিভারপুল ২-১ জিতেছে সাউদাম্পটনের বিরুদ্ধে। নিউক্যাসল ৩-১ হারিয়েছে ব্রেন্টফোর্ডকে।