রোনাল্ডো। ছবি: এক্স (টুইটার)।
কনফেডারেশন অফ ব্রাজিল ফুটবলের (সিবিএফ) সভাপতির দৌড়ে রোনাল্ডো। প্রাক্তন স্ট্রাইকার তাঁর দেশের ফুটবলকে আবার শীর্ষে নিয়ে যেতে চান। কিছু দিন ধরে শোনা যাচ্ছিল, ফেডারেশনের নির্বাচনে লড়াই করতে পারেন রোনাল্ডো। তিনি নিজেই সেই খবরে সিলমোহর দিয়েছেন।
২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে সিবিএফের সভাপতি পদে নির্বাচন হওয়ার কথা। রোনাল্ডো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করায় ব্রাজিলের ফুটবলে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। প্রার্থী হওয়ার জন্য রোনাল্ডোর প্রয়োজন ব্রাজিলের চারটি আঞ্চলিক ফুটবল সংস্থা এবং চারটি ক্লাবের সমর্থন। প্রয়োজনীয় সমর্থনের জন্য দেশের সর্বত্র যাওয়ার কথা জানিয়েছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। সব আঞ্চলিক ফুটবল সংস্থা এবং ক্লাব কর্তাদের সঙ্গে কথা বলতে চান।
অবসর নেওয়ার পরও নিজেকে ফুটবলের সঙ্গেই জড়িয়ে রেখেছেন রোনাল্ডো। একাধিক ক্লাবের মালিকানা কিনেছেন তিনি। তবে ব্রাজিলের ক্লাব ক্রুইজেইরোর মালিকানা ছেড়ে দিয়েছেন। স্পেনের একটি ক্লাবের মালিকানাও ছাড়তে চান বলে খবর। আপাতত রোনাল্ডোর প্রধান লক্ষ্য সিবিএফের নির্বাচনে জয়। ব্রাজিলের ফুটবলের গৌরব পুনরুদ্ধার করতে চান তিনি।
২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক সমাজমাধ্যমে বলেছেন, ‘‘আমার ভাবনায় অনেক কিছু রয়েছে। তার মধ্যে প্রধান হল ব্রাজিলের ফুটবলকে আবার বিশ্বের সেরা করে তোলা। অনেকেই আমাকে আবার ফুটবলে ফেরার অনুরোধ করেন। হাল ধরার কথা বলেন। কারণ আমাদের জাতীয় দল খুব একটা ভাল অবস্থায় নেই। মাঠ এবং মাঠের বাইরে সব কিছু ঠিক মতো হচ্ছে না।’’ সভাপতি হতে পারলে দেশের ফুটবলের উন্নয়নে প্রাক্তন ফুটবলারদের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন প্রাক্তন অধিনায়ক। রোনাল্ডো বলেছেন, ‘‘আমার কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হবে প্রাক্তন ফুটবলার এবং ব্রাজিলের ফুটবল নায়কদের মতামত শোনা। প্রাক্তনদের ফুটবল প্রশাসনের সামনের সারিতে নিয়ে আসতে চাই। লক্ষ্য থাকবে সিবিএফকে দেশের জনপ্রিয়তম প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা।’’
সিবিএফের বর্তমান সভাপতি এনদালদোর কার্যকালের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের মার্চে। তার এক বছর আগে শুরু হয়ে যাবে নির্বাচনী প্রক্রিয়া। নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা করা হয়নি এখনও।