Indian Football

কলকাতায় কবে খেলতে দেখা যাবে সুনীল ছেত্রীর ভারতকে? উত্তর দিলেন ফেডারেশন সভাপতি

এশিয়ান কাপে খারাপ ফল করে ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেকটাই নেমে গিয়েছে ভারত। ঘুরে দাঁড়ানোর জন্য তাদের সামনে এ বার পরের মাসে দু’টি ম্যাচ। তার কি একটিও হবে কলকাতায়?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৩
Share:

সুনীল ছেত্রী। — ফাইল চিত্র।

এশিয়ান কাপে খারাপ ফল করে ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেকটাই নেমে গিয়েছে ভারত। ঘুরে দাঁড়ানোর জন্য তাদের সামনে এ বার পরের মাসে দু’টি ম্যাচ। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আফগানিস্তান এবং কুয়েতের বিরুদ্ধে খেলবে তারা। দু’টি ম্যাচে জিতলে তৃতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা অনেকটাই বাড়বে। দু’টি ম্যাচের একটিও কলকাতায় হতে পারে?

Advertisement

ফেডারেশনের টেকনিক্যাল কমিটির বৈঠকে কোচ ইগর স্তিমাচ আবেদন জানিয়েছিলেন, দু’টি ম্যাচ এমন মাঠে আয়োজন করতে যেখানে প্রচুর লোক সমর্থন করতে আসবেন। সে ব্যাপারে কলকাতা বাকিদের থেকে অনেকটাই এগিয়ে। যুবভারতী ক্রীড়াঙ্গনে যেমন দর্শক বেশি ধরে, তেমনই অনেকে আসেন ম্যাচ দেখতে।

২০২২-এর জুনে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের পর আর যুবভারতীতে খেলেনি ভারতীয় দল। প্রতিটি ম্যাচেই ৪০ হাজারের বেশি দর্শক এসেছিলেন। ২০১৯-এর বাংলাদেশ ম্যাচে ৬১ হাজারের বেশি দর্শক এসেছিলেন। ফলে কলকাতায় এসে তেতে থাকেন ফুটবলারেরা।

Advertisement

এ ব্যাপারে ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, মহারাষ্ট্র এবং কলকাতার তরফে ম্যাচ আয়োজনের আবেদন জানানো হয়েছে। তবে কল্যাণ বলেছেন, “জাতীয় দলের ক্ষেত্রে কোচের পরামর্শই চূড়ান্ত। এআইএফএফের নির্দিষ্ট বিভাগ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সবার সঙ্গে কথা বলেই ম্যাচ আয়োজনের ব্যাপারটা চূড়ান্ত করা হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement