মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বসুর (ডান দিকে) হাতে লিগ-শিল্ড তুলে দিচ্ছেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। ছবি: পিটিআই।
ভারতীয় ফুটবলে এ বার দাপট দেখাচ্ছে কলকাতার ক্লাবগুলিই। গত সাত মাসে চারটি সর্বভারতীয় ট্রফি জিতেছে কলকাতার তিন প্রধান। এই পারফরম্যান্সের কারণে কলকাতা আবার ভারতীয় ফুটবলের মক্কা হয়ে উঠেছে বলে মনে করেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। তাঁর মতে, কলকাতার ফুটবলে সোনালি দিন আবার ফিরতে চলেছে।
গত বছর ডুরান্ড কাপ জেতে মোহনবাগান। এ বছর সুপার কাপ ইস্টবেঙ্গল, আই লিগ মহমেডান এবং আইএসএলের লিগ-শিল্ড জিতেছে মোহনবাগান। তিন প্রধানের সাফল্য নিয়ে কল্যাণ বলেছেন, “কলকাতার ক্লাবগুলির কাছে অসাধারণ একটা বছর। চারটে বড় ট্রফি জিতেছে ওরা। রাজ্যের লক্ষ লক্ষ মানুষ তিন প্রধানের সমর্থক। ক্লাবের সাফল্য উদ্যাপন করতে ওঁরা এগিয়ে এসেছেন। এক সময় কলকাতাই তো ভারতের ফুটবলে শাসন করত।”
তিনি আরও বলেন, “ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান কলকাতা ফুটবলের তিন প্রধান। অতীতে ওরাই ভারতীয় ফুটবল শাসন করেছে। আবার ওরা ফিরে এসেছে। কলকাতার ফুটবল আবার গোটা দেশে আলোচনায়। কলকাতার ফুটবলে নতুন যুগের সূচনা হল।”