ISL 2022-23

হায়দরাবাদের কাছে ০-২ গোলে হার ইস্টবেঙ্গলের, শীর্ষে নিজামের শহর, লাল-হলুদ আটেই

হায়দরাবাদ এফসি-র কাছে হারল ইস্টবেঙ্গল। নিজামের শহরে গিয়ে ০-২ গোলে হারতে হল লাল-হলুদ ব্রিগেডকে। ইস্টবেঙ্গলকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে হায়দরাবাদ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২২ ২২:৩৫
Share:

ইস্টবেঙ্গলের রক্ষণকে ভেঙে এ ভাবেই দু’টি গোল করলেন হায়দরাবাদের ফুটবলাররা। ছবি: আইএসএল

পর পর দু’ম্যাচে জেতা হল না ইস্টবেঙ্গলের। নিজামের শহরে গিয়ে হায়দরাবাদ এফসি-র কাছে ০-২ গোলে হারল লাল-হলুদ ব্রিগেড। এই হারের ফলে পয়েন্ট তালিকায় আট নম্বরে ইস্টবেঙ্গল। অন্য দিকে ইস্টবেঙ্গলকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গেল হায়দরাবাদ।

Advertisement

খেলার শুরুটা ভাল করেছিল ইস্টবেঙ্গল। নিজেদের মধ্যে ছোট ছোট পাসে উপরে ওঠার চেষ্টা করছিল তারা। ১৪ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের গোল লক্ষ্য করে প্রথম শট মারে হায়দরাবাদ। মহম্মদ ইয়াসিরের শটে অবশ্য গোল আসেনি। ধীরে ধীরে খেলার দখল নিতে শুরু করে হায়দরাবাদ। ঘরের মাঠে গোল করার সুযোগ তৈরি করতে থাকেন বার্থালোমিয়ো ওগবেচেরা।

৩৮ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের রক্ষণ ভেঙে হায়দরাবাদের হয়ে প্রথম গোল করেন ইয়াসির। আকাশ মিশ্রর লম্বা থ্রো বক্সে এসে পড়ে। হেডে বল ইয়াসিরের কাছে পাঠিয়ে দেন হিতেশ শর্মা। বল নিজের নিয়ন্ত্রণে রেখে ডান পায়ের জোরালো শটে গোল করেন ইয়াসির।

Advertisement

প্রথমার্ধেই অবশ্য সমতা ফেরানোর সুযোগ ছিল ইস্টবেঙ্গলের। ৪৫ মিনিটের মাথায় ক্লেটন সিলভার উদ্দেশে থ্রু বল বাড়ান জর্ডন ডোহার্টি। গোলরক্ষক গুরমীত সিংহকে একা পেয়েও গোল করতে পারেননি ক্লেটন। বিরতিতে ১-০ গোলে এগিয়ে সাজঘরে যায় হায়দরাবাদ।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়ায় হায়দরাবাদ। বার বার ইস্টবেঙ্গলের গোলের কাছে চলে আসতে থাকেন তাঁরা। চাপে পড়ে যায় ইস্টবেঙ্গল। বাধ্য হয়ে দলে বেশ কয়েকটি পরিবর্তন করেন লাল-হলুদ কোচ স্টিভেন কনস্টানটাইন। কিন্তু তাতেও খেলার ছবি বদলায়নি। ৭৮ মিনিটের মাথায় জোড়া সেভ করেন লাল-হলুদ গোলরক্ষক কমলজিৎ সিংহ।

৮৫ মিনিটের মাথায় হায়দরাবাদের হয়ে দ্বিতীয় গোল করেন হাভিয়ের সিভেইরো। ইস্টবেঙ্গল গোল করার জন্য উঠে যাওয়ায় রক্ষণে ফাঁক তৈরি হয়। সেটা কাজে লাগিয়ে সিভেইরোর উদ্দেশে পাস বাড়ান বোর্হা হেরেরা। গোল করতে ভুল করেননি সিভেইরো। তার পরে আর ম্যাচে ফিরতে পারেনি ইস্টবেঙ্গল। হেরে মাঠ ছাড়তে হয় তাদের।

পয়েন্ট তালিকার শীর্ষে থাকা হায়দরাবাদের পয়েন্ট ১০ ম্যাচে ২২। দ্বিতীয় স্থানে থাকা মুম্বই সিটি এফসি-র থেকে ১ পয়েন্ট এগিয়ে তারা। মুম্বই অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। পরের ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধেই খেলবে তারা। সেই ম্যাচ জিতলে আবার শীর্ষে পৌঁছে যাবে মুম্বই।

অন্য দিকে ৯ ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের পয়েন্ট ৯। তাদের ঠিক আগেই চেন্নাইয়িন এফসি। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১০। ইস্টবেঙ্গলের নীচে রয়েছে বেঙ্গালুরু এফসি। ৮ ম্যাচে সুনীল ছেত্রীদের পয়েন্ট ৭। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে পরের ম্যাচ জিতলে ইস্টবেঙ্গলকে টপকে আট নম্বরে উঠে আসবে বেঙ্গালুরু। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ১৬ ডিসেম্বর। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement