ATK Mohun Bagan

ISL 2021-22: দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই জয়, কৃষ্ণদের খেলা নিয়ে কী বললেন মোহনবাগানের নতুন কোচ

সবে দায়িত্ব নিয়েছেন। দলের সঙ্গে এক দিনও অনুশীলনের সময় পাননি। তার পরেও ডাগআউটে বসে কোচের দায়িত্ব পালন করেছেন। দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২১ ১০:০৮
Share:

এ ভাবেই কৌশল ঠিক করেছেন কোচ ছবি: টুইটার থেকে।

সবে দায়িত্ব নিয়েছেন। দলের ছেলেদের সঙ্গে এক দিনও অনুশীলনের সময় পাননি। তার পরেও ডাগআউটে বসে কোচের দায়িত্ব পালন করেছেন। দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। কী ভাবে প্রথম ম্যাচেই জয় তুললেন এটিকে মোহনবাগানের নতুন কোচ জুয়ান ফেরান্দো? কী পরিকল্পনা করেছিলেন তিনি?

Advertisement

ম্যাচ শেষে ফেরান্দো জানান, দলের সঙ্গে অনুশীলনের সময় না পাওয়ায় শুধু মাত্র নিজের কৌশল ঠিক করেছিলেন তিনি। কী ভাবে খেলতে হবে তা রয় কৃষ্ণ, হুগো বুমোসদের বলে দিয়েছিলেন। সেই পরিকল্পনা মাঠে কাজে লাগিয়েছে দল। তাই জয় এসেছে। আগামী দিনে দল আরও ভাল ফুটবল খেলবে বলে আশাবাদী ফেরান্দো।

সবুজ-মেরুনের খেলায় খুশি এফসি গোয়া থেকে আসা নতুন কোচ। তিনি বলেন, ‘‘আমি আক্রমণাত্মক ফুটবল খেলাতে পছন্দ করি। দলকে সেটাই বলেছিলাম। ওরা সে ভাবেই খেলার চেষ্টা করেছে। দলের স্পিরিট খুব ভাল। যত দিন যাবে খেলা তত ভাল হবে। ভবিষ্যতে দেখতে পাবেন এই দল কতটা ভাল ফুটবল খেলছে।’’

Advertisement

আইএসএল-এ দু’টি ম্যাচের মধ্যে সময়ের ব্যবধান খুব কম। তাই ফুটবলারদের চোট-আঘাতের আশঙ্কা বেড়ে যায়। তাতে খুব একটা সমস্যা হবে না বলেই মনে করেন ফেরান্দো। তিনি বলেন, ‘‘দলে ২৭ জন ফুটবলার রয়েছে। সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হবে। খুব একটা সমস্যা হবে না। বুধবার থেকেই দলের সঙ্গে অনুশীলন শুরু করব। এরা আমার সম্পর্কে কিছুটা হলেও জানে। বুধবার থেকে নতুন অধ্যায় শুরু হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement