ATK Mohun Bagan

নর্থইস্টের বিরুদ্ধে কোন পথে জিতল এটিকে মোহনবাগান

নর্থইস্টের বিরুদ্ধে খেলতে নেমেছে মোহনবাগান। এই দলের বিরুদ্ধেই শেষ ম্যাচে হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ১৯:৪৪
Share:

—ফাইল চিত্র

জয় পেল মোহনবাগান।

Advertisement

৮৭ মিনিট | গোওওওওওল | একটি গোল শোধ করল নর্থইস্ট।

৭৬ মিনিট | গোওওওওওল | ফের গোল করলেন বুমোস। জয়ের পথে এক পা এগিয়ে গেল সবুজ-মেরুন।

Advertisement

৬৫ মিনিট | গোলের সামনে একা গোলরক্ষককে পেয়েও গোল করতে পারল না মোহনবাগান।

৫২ মিনিট | গোওওওওওল | বুমোসের গোলে এগিয়ে গেল মোহনবাগান।

শেষ প্রথমার্ধের খেলা।

৪২ মিনিট | গোওওওওওল | গোল শোধ করলেন লিস্টন কোলাসো। হেড করে গোল শোধ করলেন তিনি।

৪০ মিনিট | সহজ সুযোগ পেয়ে গিয়েছিল মোহনবাগান। গোলের সামনে সহজ সুযোগ পেয়েও হাতছাড়া করল সবুজ-মেরুন।

৩০ মিনিট | গোলের সামনে ফ্রি কিক পেয়েছে মোহনবাগান। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারল না তারা।

১৫ মিনিট | এখনও পিছিয়ে সবুজ-মেরুন। বার বার আক্রমণে উঠলেও গোল করতে ব্যর্থ রয় কৃষ্ণরা।

২ মিনিট | গোওওওওওল | শুরুতেই গোল খেয়ে পিছিয়ে গেল মোহনবাগান। নর্থইস্টের হয়ে গোল করলেন ভিপি সুহের।

নতুন কোচের অধীনে খেলতে নামল এটিকে মোহনবাগান। টানা চার ম্যাচে জয় নেই সবুজ-মেরুনের। এমন অবস্থায় দায়িত্ব ছেড়ে দিয়েছেন আন্তনিয়ো হাবাস। তাঁর বদলে দায়িত্ব নিয়েছেন জুয়ান ফেরান্দো। নর্থইস্টের বিরুদ্ধে খেলতে নেমেছে মোহনবাগান। এই দলের বিরুদ্ধেই শেষ ম্যাচে হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement