SC East Bengal

মুম্বই সিটির বিরুদ্ধে ড্র করল এসসি ইস্টবেঙ্গল, কোন পথে এক পয়েন্ট এল লাল-হলুদের

ম্যানুয়েল দিয়াসের বিদায়ের পর তিনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিতেই বদলে গিয়েছে এসসি ইস্টবেঙ্গল। অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২২ ১৯:৩০
Share:

একমাত্র বিদেশি চিমাই। ছবি টুইটার

খেলা শেষ। দ্বিতীয়ার্ধে সুযোগ এসেছিল। তবে গোল হয়নি। কিন্তু এই অর্ধেও দুরন্ত খেলে ম্যাচ ড্র রাখল এসসি ইস্টবেঙ্গল।

Advertisement

বিরতি। প্রথমার্ধের খেলা শেষ। প্রথম ৪৫ মিনিট দারুণ খেলেছে এসসি ইস্টবেঙ্গল। শুধু গোলটাই তুলে নিতে পারেনি তারা।

২৫ মিনিট। শুরু থেকেই ভাল খেলছে এসসি ইস্টবেঙ্গল। শক্তিশালী মুম্বই এখনও ভাল কোনও সুযোগ পেতে পারেনি। দারুণ ডিফেন্ড করছে লাল-হলুদ।

Advertisement

এসসি ইস্টবেঙ্গলের প্রথম একাদশ: অরিন্দম, জয়নার, আদিল, হীরা, বিকাশ, ওয়াহেংবাম, হানামতে, সৌরভ, অমরজিৎ, হাওকিপ এবং চিমা।

ম্যানুয়েল দিয়াসের বিদায়ের পর তিনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিতেই বদলে গিয়েছে এসসি ইস্টবেঙ্গল। খেলার মধ্যে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠার লক্ষণ দেখা গিয়েছে। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে গত ম্যাচই যার প্রমাণ। মঙ্গলবার দেখা গিয়েছিল পরিচিত লাল-হলুদকে। তার পিছনে কৃতিত্ব রয়েছে রেনেডি সিংহের। দায়িত্ব নিয়েই যিনি বদলে দিয়েছেন দলকে। তবে পরের ম্যাচের আগে তাঁকে চিন্তা ফেলেছে একের পর এক বিদেশি ফুটবলারের চোট।

তবু শুক্রবার এ মরসুমের অন্যতম সেরা দল মুম্বই সিটির মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী রেনেডি। দলের রক্ষণে খামতি রয়েছে। মুম্বইয়ের মতো আক্রমণাত্মক দলের মুখোমুখি হওয়ার আগেও তা নিয়ে বিচলিত নন রেনেডি। আস্থা রাখছেন ছেলেদের উপরে। ম্যাচের আগে বলেছেন, “হায়দরাবাদের বিরুদ্ধে আমরা যা খেলেছি তাতে বুঝতে পেরেছি যে, আমরাও ভাল খেলতে পারি। গত ম্যাচে দলের ছেলেরা যে রকম খেলেছে, ডিফেন্ড করেছে, তা আমার খুব ভাল লেগেছে। একটাই সমস্যা, পায়ে বল থাকার সময় আরও একটু আত্মবিশ্বাসী হতে হবে। এটা নিয়েই এখন কাজ করছি আমরা সবাই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement