শেষ আপডেট:
২৭ নভেম্বর ২০২১ ২১:২৫
জিতল সবুজ-মেরুন
আর গোল এল না। তবে তিন পয়েন্ট ঘরে তুলতে কোনও অসুবিধা হল না এটিকে মোহনবাগানের।
শেষ আপডেট:
২৭ নভেম্বর ২০২১ ২১:২৩
৯০ মিনিট। অতিরিক্ত সময় তিন মিনিট।
দ্বিতীয় জয় তুলতে আর বেশিক্ষণ বাকি নেই মোহনবাগানের।
শেষ আপডেট:
২৭ নভেম্বর ২০২১ ২১:১৭
৮৫ মিনিট। এখনও মোহনবাগান ৩-০ এগিয়ে
মোহনবাগানের আইএসএল-এ ডার্বি জয়ের হ্যাটট্রিক এখন কার্যত নিশ্চিত।
শেষ আপডেট:
২৭ নভেম্বর ২০২১ ২১:১২
৮০ মিনিট। সময় কমছে ইস্টবেঙ্গলের
মাত্র ১০ মিনিট বাকি। বল পজেশন বেশি থাকলেও ইস্টবেঙ্গল গোলমুখে বেশি এগোতেই পারছে না।
শেষ আপডেট:
২৭ নভেম্বর ২০২১ ২১:০৭
৭৬ মিনিট। মোহনবাগানের বদল
লিস্টনের বদলে নামলেন প্রবীর দাস।
শেষ আপডেট:
২৭ নভেম্বর ২০২১ ২০:৫৯
৬৭ মিনিট। মোহনবাগানের বদল
বুমোসের জায়গায় নামলেন ডেভিড উইলিয়ামসন।
শেষ আপডেট:
২৭ নভেম্বর ২০২১ ২০:৫০
৫৯ মিনিট। ইস্টবেঙ্গলের বদল
গোলের লক্ষ্যে চিমাকে নামালেন লাল-হলুদ কোচ দিয়াস। বসলেন সিডোয়েল।
শেষ আপডেট:
২৭ নভেম্বর ২০২১ ২০:৪৭
৫৬ মিনিট। ফের সুযোগ নষ্ট বাগানের
কৃষ্ণের ভাসানো বল বুক দিয়ে নামিয়েছিলেন বুমোস। কাউকো ব্যর্থ গোল করতে।
শেষ আপডেট:
২৭ নভেম্বর ২০২১ ২০:৪৪
৪৮ মিনিট। লাল-হলুদের বদল
মার্সেলার বদলে নামলেন আমির দেরমিসেভিচ।
শেষ আপডেট:
২৭ নভেম্বর ২০২১ ২০:৪৩
৪৮ মিনিট। মনবীরের সুযোগ নষ্ট
একা ইস্টবেঙ্গল গোলকিপারকে পেয়ে গিয়েছিলেন মনবীর। কিন্তু সুযোগ নষ্ট করলেন।
শেষ আপডেট:
২৭ নভেম্বর ২০২১ ২০:২২
বিরতি। মোহনবাগান এগিয়ে ৩-০ ব্যবধানে
এখনও এক গোলও শোধ করতে পারল না ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে কঠিন লড়াই লাল-হলুদের সামনে।
শেষ আপডেট:
২৭ নভেম্বর ২০২১ ২০:১৯
৪৫ মিনিট। অতিরিক্ত সময় ৪ মিনিট।
ম্যাচে আধিপত্য শুধু মোহনবাগানেরই।
শেষ আপডেট:
২৭ নভেম্বর ২০২১ ২০:১৮
৪৩ মিনিট। বলের নিয়ন্ত্রণ মোহনবাগানের পায়েই
এসসি ইস্টবেঙ্গল বেশিক্ষণ পায়ে বলই রাখতে পারছে না। বল মোহনবাগানের পায়ে।
শেষ আপডেট:
২৭ নভেম্বর ২০২১ ২০:১২
৩৮ মিনিট। আবার গোলের সামনে মোহনবাগান
গোলে শট করেছিলেন বুমোস। তবে বল লক্ষ্যে ছিল না।
শেষ আপডেট:
২৭ নভেম্বর ২০২১ ২০:০৬
জোড়া বদল লাল-হলুদের
গোলকিপার অরিন্দমের জায়গায় নামলেন শুভম। হামতের জায়গায় নামলেন অমরজিৎ।
শেষ আপডেট:
২৭ নভেম্বর ২০২১ ২০:০৩
৩০ মিনিট। এখনও চাপ রয়েছে মোহনবাগানের
ম্য়াচে একের পর এক আক্রমণ করে চলেছে এটিকে মোহনবাগান। ইস্টবেঙ্গল রক্ষণ সেটা সামলাতেই ব্যস্ত। আক্রমণে ওঠার সুযোগই পাচ্ছে না তারা।
শেষ আপডেট:
২৭ নভেম্বর ২০২১ ১৯:৫৫
২৩ মিনিট। আবার গোল মোহনবাগানের
এ বার গোলদাতা লিস্টন। অরিন্দম গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন। তাঁর হাত থেকে বল বেরিয়ে যায়। সেই বল ধরে জালে জড়ালেন লিস্টন।
শেষ আপডেট:
২৭ নভেম্বর ২০২১ ১৯:৫৩
২০ মিনিট। ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় এসসি ইস্টবেঙ্গল
শুরুতেই জোড়া গোলের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি ইস্টবেঙ্গল। রক্ষণ গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে তারা।
শেষ আপডেট:
২৭ নভেম্বর ২০২১ ১৯:৪৯
পরপর ২ মিনিটে ২ গোল
শুরুতেই দুরন্ত এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণ এবং মনবীর সিংহের সৌজন্যে ২-০ এগিয়ে গেল এটিকে মোহনবাগান।
শেষ আপডেট:
২৭ নভেম্বর ২০২১ ১৯:৪২
১০ মিনিট। আক্রমণ মোহনবাগানের
বল ধরে ইস্টবেঙ্গলের বক্সে ঢোকার চেষ্টা করছিল মোহনবাগান। তবে গোলকিপারের তৎপরতায় বিপদ কাটল।