চিন্তিত হাবাস। —ফাইল চিত্র
ফের ড্র। শেষ চার ম্যাচ থেকে এসেছে মাত্র দু’পয়েন্ট। এমন অবস্থায় এটিকে মোহনবাগানের কোচ যে খুশি হবেন না, তা বলাই বাহুল্য। বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্র-এর পর প্লে অফে যাওয়ার রাস্তা যে কঠিন হতে চলেছে সেটা বেশ বুঝতে পারছেন আন্তোনিয়ো লোপেস হাবাস।
বৃহস্পতিবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ৩-৩ ব্যবধানে ম্যাচ অমীমাংসিত রেখে মাঠ ছাড়েন রয় কৃষ্ণরা। হাবাস বলেন, “ড্র-টা সঠিক ফলই হয়েছে। তবে যে কোনও দলই জিততে পারত। ভয়ঙ্কর একটা ম্যাচ হয়েছে।” গত মরসুমে লিগ পর্বে ১৫টি গোল খেয়েছিল হাবাসের দল। এ বার ছ’টি ম্যাচ খেলেই ১৩টি গোল হজম করেছে সবুজ-মেরুন। তাদের থেকে বেশি গোল খেয়েছে লিগ টেবিলের শেষে থাকা ইস্টবেঙ্গল (১৫) এবং বৃহস্পতিবারের প্রতিপক্ষ বেঙ্গালুরু (১৫)।
হাবাস বলেন, “সব মরসুম তো আর এক রকম হয় না। এই মরসুমে একাধিক নতুন খেলোয়াড় এসেছে। তাদের নিয়ে আমরা নতুন পদ্ধতি, পরিকল্পনায় খেলছি। এ বার তাই অনেক কিছুই আলাদা। গত মরসুমের কথা ভুলে এই মরসুমে আমাদের উন্নতি করতে হবে।”