Indian Football

যে ফুটবলারদের বাঁচাতে লাল কার্ড দেখেন, সেই ফুটবলারদের খেলাতেই ক্ষুব্ধ ভারতের কোচ

ভারতীয় ফুটবলারদের পারফরম্যান্সের সমালোচনা করলেন কোচ ইগর স্তিমাচ। দলের একটি বিষয় নিয়ে একেবারে খুশি নন। স্পষ্ট সে কথা বলে দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৩ ২০:৩১
Share:

ভারতের কোচ ইগর স্তিমাচ। ছবি: পিটিআই

নিজের দলের ফুটবলাররা বিপদে পড়লে তাঁদের বাঁচাতে ঝামেলা করে লাল কার্ড দেখতে পরোয়া করেন না। কিন্তু সেই ফুটবলাররাই মাঠে নেমে খারাপ খেললে তাঁদের সমালোচনা করতেও ছাড়েন না। ভারতীয় দলের কোচ ইগর স্তিমাচের এই দ্বৈত রূপই দেখা যাচ্ছে এখন। কুয়েতের বিরুদ্ধে ম্যাচে ঝামেলা করে লাল কার্ড দেখেছেন। বৃহস্পতিবার দলের ফুটবলারদের খেলার সমালোচনা করেছেন স্তিমাচ।

Advertisement

লেবাননের বিরুদ্ধে সাফ কাপ সেমিফাইনালের ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না। তার আগে স্তিমাচ বলেছেন, “এমনিতে দলের খেলা নিয়ে খুব একটা অভিযোগ নেই। কিন্তু যে মুহূর্তে আমাদের নিজের সেরাটা বের করে আনা প্রয়োজন, তখন আমাদের মনসংযোগ ধরে রাখতে হবে। বিপক্ষকে ম্যাচ নিয়ন্ত্রণ করতে দিলে চলবে না।”

এর পরেই স্তিমাচ বলেছেন, “একটা বিষয় দেখে আমি একেবারেই খুশি নই। আমরা খুব সহজ পরিস্থিতিতেও মিস্ পাস করছি। এমন সময় যেখানে কোনও চাপ নেই আমাদের উপর। তখন বল ফিরে পেতে অকারণে শক্তি নষ্ট করতে হচ্ছে আমাদের। বাড়তি আক্রমণ করতে গিয়ে ঘাম ঝরাতে হচ্ছে।”

Advertisement

কুয়েতের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল খেতে হলেও দলের আত্মবিশ্বাস নষ্ট হয়নি বলে দাবি করেছেন স্তিমাচ। বলেছেন, “আমরা প্রতি ম্যাচে একটু একটু করে উন্নতি করছি। যে কোনও ফুটবল ম্যাচেই কখনও না কখনও আমরা গোল খেতেই পারি। শেষ মুহূর্তে আত্মঘাতী গোল হবে এটা আশা করিনি। কিন্তু ফুটবলের অংশ এটা। সেটা মেনে নিতেই হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement