হেক্টর ইয়ুস্তে। — ফাইল চিত্র।
চোট সারিয়ে দেশ থেকে ফিরে অনুশীলনে যোগ দিলেন হেক্টর ইয়ুস্তে। মহামেডানের বিরুদ্ধে মিনি ডার্বির আগে দেশে ফিরে গিয়েছিলেন তিনি। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল দ্রুত ভারতে আসতে পারেন। অবশেষে ইস্টবেঙ্গলের অনুশীলনের ফেরায় লাল-হলুদের রক্ষণ নিয়ে চিন্তা কিছুটা হলেও কমেছে। তবে প্রথম দিনের অনুশীলনে বল পায়ে লাগাননি। প্রথমে গোটা মাঠে কয়েক পাক দৌড়ে নেন। এর পরে মাঠের ধারে রিহ্যাব করেন ।
মহামেডান ম্যাচে লাল কার্ড দেখায় নর্থইস্টের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না নাওরেম মহেশ এবং নন্দকুমার। সেই জায়গায় সায়ন বন্দ্যোপাধ্যায় এবং পিভি বিষ্ণুকে তৈরি রাখছেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজ়ো। বুধবারের অনুশীলনে বেশ কিছুক্ষণ দলের দুই তরুণ ফুটবলারকে নিয়ে পড়ে থাকতে দেখা গেল তাঁকে। এছাড়া ফিটনেস নিয়ে আগের মতোই জোর দিচ্ছেন লাল-হলুদ কোচ।
এ দিকে, শনিবার ঘরের মাঠে জামশেদপুরের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। বুধবার অনুশীলনে যোগ দিলেন বিশাল কাইথ, আপুইয়া, মনবীর সিংহ এবং লিস্টন কোলাসো। জাতীয় দলের হয়ে মালয়েশিয়ার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলার জন্য তারা হায়দরাবাদে গিয়েছিলেন। সেখান থেকে আবার মোহনবাগানের অনুশীলনে যোগ দিয়েছেন। তবে মাত্র আধ ঘণ্টা অনুশীলন করে উঠে আপুইয়া উঠে যাওয়ায় চিন্তা বেড়েছে। অনুশীলন থেকে তিনি সোজা মেডিক্যাল রুমে চলে যান। চোট পেয়েছেন কি না তা নিয়ে জল্পনা চলছে। বাকি দল ভাল ভাবেই অনুশীলন করেছে। গ্রেগ স্টুয়ার্ট, অনিরুদ্ধ থাপা এবং আশিস রাইয়ের চোট থাকায় তাঁরা এ দিন অনুশীলন করেননি। মাঠের ধারে রিহ্যাব করেছেন।