India tour of Australia 2024

সফর শুরুর আগেই ভারতীয় দলে বদল, চোট খলিলের, জায়গা নিলেন পাঁচ ছক্কা খাওয়া পেসার

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে দলে নেওয়া হলেও খেলানো হয়নি। সেই দয়ালকেই এ বারে অস্ট্রেলিয়া পাঠানো হল। জোহানেসবার্গ থেকে পার্‌থ গিয়েছেন দয়াল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ২১:০২
Share:

যশ দয়াল। —ফাইল চিত্র।

অনুশীলনে চোট পেয়েছেন খলিল আহমেদ। তাঁকে ভারতে পাঠানো হচ্ছে। সেই জায়গায় যশ দয়ালকে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে। খলিল ভারতের রিজার্ভ দলে ছিলেন। দয়াল সেই জায়গায় রিজার্ভ দলেই যোগ দেবেন।

Advertisement

দয়ালকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে নেওয়া হয়েছিল। একটি ম্যাচেও খেলানো হয়নি। কিন্তু তার পর থেকে আর টেস্ট দলে ডাক পাননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে দলে নেওয়া হলেও খেলানো হয়নি। সেই দয়ালকেই এ বারে অস্ট্রেলিয়া পাঠানো হল। জোহানেসবার্গ থেকে পার্‌থ গিয়েছেন দয়াল।

চোট পাওয়ার পর থেকেই নেটে বল করতে পারছেন না খলিল। ভারতীয় দলের চিকিৎসকেরা তাই রাজস্থানের বাঁহাতি পেসারকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ সংস্থা পিটিআই-কে বোর্ডের এক কর্তা বলেন, “মিচেল স্টার্ককে সামলানোর জন্য নেটে এক জন বাঁহাতি পেসার প্রয়োজন ভারতের। সেই কারণে বাঁহাতি পেসার খলিলের বদলে এক জন বাঁহাতি পেসারকেই আনা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় ভারত এ দলের হয়ে খেলার কথা ছিল দয়ালের। কিন্তু খলিল যদি বল করতে না পারে তা হলে ওকে অস্ট্রেলিয়ায় রেখে কী লাভ?”

Advertisement

চোট নিয়ে দেশে ফেরা খলিল কবে সুস্থ হবেন তা স্পষ্ট নয়। সুস্থ হলে তাঁকে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলতে দেওয়া হবে কি না সেটাও এখনও জানা যায়নি। আইপিএলে তিনি খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। দিল্লি তাঁকে ছেড়ে দিয়েছে। ফলে নিলামে উঠতে হবে খলিলকে। দয়ালকে রেখে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফলে তাঁকে নিলামে উঠতে হবে না। ২০২২ সালে দয়াল খেলতেন গুজরাত টাইটান্সের হয়ে। সেই সময় কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংহ তাঁকে এক ওভারে পাঁচটি ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন। রিঙ্কু এবং দয়াল উত্তরপ্রদেশের ক্রিকেটার। তাঁরা একই দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement