UEFA Nations League

এমবাপে-হীন ফ্রান্সের কাছে হার ইটালির, নেশনস লিগে ১০ জনের আয়ারল্যান্ডকে ৫ গোল ইংল্যান্ডের

নেশনস লিগে জিতেছে ফ্রান্স ও ইংল্যান্ড। ইটালিকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স। ১০ জনের আয়ারল্যান্ডকে ৫-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১১:৩৭
Share:

ইটালিকে হারিয়ে উল্লাস ফরাসি ফুটবলারদের। ছবি: রয়টার্স।

নেশনস লিগে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে ফ্রান্স ও ইংল্যান্ড। কিলিয়ান এমবাপেকে ছাড়াই ইটালিকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স। অন্য দিকে ১০ জনের আয়ারল্যান্ডকে ৫-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড।

Advertisement

ইটালির বিরুদ্ধে নামার আগে তাদের থেকে তিন পয়েন্ট পিছনে ছিল ফ্রান্স। দলে ছিলেন না এমবাপে। এই পরিস্থিতিতে ফ্রান্সের নায়ক হয়ে উঠলেন সাইড ব্যাক আদ্রিয়েন হাবিয়ঁ। ২ মিনিটের মাথায় প্রথম গোল করেন তিনি। ৩৩ মিনিটের মাথায় ইটালির গুগলিয়েলমো ভিকারিয়ো আত্মঘাতী গোল করে ফ্রান্সকে আরও এগিয়ে দেন। দু’মিনিট পরেই অবশ্য ব্যবধান কমান আন্দ্রিয়ে ক্যাম্বিয়াসো। ইটালির হয়ে গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধে গোল করার অনেক চেষ্টা করে ইটালি। কিন্তু মজবুত ফরাসি রক্ষণ ভাঙতে পারেনি তারা। উল্টে ৬৫ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন হাবিয়ঁ। ৩-১ গোলে ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে ফ্রান্স। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট তাদের। একই পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে দ্বিতীয় স্থানে ইটালি।

Advertisement

গ্রুপ শীর্ষে থাকতে হলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় দরকার ছিল ইংল্যান্ডের। হ্যারি কেনদের বিরুদ্ধে রক্ষণাত্মক পরিকল্পনা নিয়ে নেমেছিল আয়ারল্যান্ড। ফলে প্রথমার্ধে গোল করতে পারেনি ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় বক্সে অবৈধ ট্যাক্‌ল করে লাল কার্ড দেখেন লিয়াম স্কেলস। এই ভুলের খেসারত দিতে হল আয়ারল্যান্ডকে। ১০ জন হয়ে যাওয়ার পর আর ইংল্যান্ডকে আটকাতে পারেনি তারা।

পেনাল্টি থেকে প্রথম গোল করেন হ্যারি কেন। সেই শুরু। ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডন, ৫৮ মিনিটে কনর গ্যালাঘার, ৭৬ মিনিটে জ্যারড বাওয়েন ও ৭৯ মিনিটে টেলর হারউড-বেলিস গোল করেন। এই চার জনই দেশের জার্সিতে নিজেদের প্রথম গোল করলেন। শেষ পর্যন্ত ৫-০ গোলে জেতে ইংল্যান্ড।

এই জয়ের ফলে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে ইংল্যান্ড। গ্রিসেরও পয়েন্ট ১৫। কিন্তু গোলপার্থক্যে দ্বিতীয় স্থানে রয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement