Mohammed Shami

শামি কি আদৌ অস্ট্রেলিয়া যাচ্ছেন? বাংলার পেসারকে নিয়ে কী ভাবছেন নির্বাচকেরা

চোট সারিয়ে দীর্ঘ দিন পরে মাঠে ফিরেছেন মহম্মদ শামি। বাংলার হয়ে রঞ্জিতে ভাল খেলেছেন। অস্ট্রেলিয়ায় কি তাঁকে এখনই পাঠিয়ে দেওয়া হবে? কী ভাবছেন নির্বাচকেরা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১০:৪২
Share:

রঞ্জিতে বাংলার হয়ে নেমে সফল মহম্মদ শামি। ছবি: পিটিআই।

২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর সিরিজ় খেলতে নামছে ভারত। ভারতের পেস বিভাগে যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ থাকলেও বাকিরা নতুন। এই পরিস্থিতিতে নজর মহম্মদ শামির দিকে। চোট সারিয়ে দীর্ঘ দিন পরে মাঠে ফিরেছেন শামি। বাংলার হয়ে রঞ্জিতে ভাল খেলেছেন। অস্ট্রেলিয়ায় কি তাঁকে এখনই পাঠিয়ে দেওয়া হবে? কী ভাবছেন নির্বাচকেরা?

Advertisement

গত বছর দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপের পর থেকে আর ভারতের হয়ে খেলেননি শামি। হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে তাঁর। অস্ট্রেলিয়া সিরিজ়ের কথা মাথায় রেখে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করলেও পারেননি শামি। দীর্ঘ দিন ম্যাচ না খেলায় অস্ট্রেলিয়া সিরিজ়ের দলে জায়গা হয়নি তাঁর। বাংলার হয়ে একটি ম্যাচ খেলেছেন শামি। মধ্যপ্রদেশের বিরুদ্ধে সাত উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন। তার পরেই শামির অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে।

বোর্ড সূত্রে খবর, শামিকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ দিনের ম্যাচ খেলার ধকল তিনি সামলাতে পারবেন কি না তা নিয়ে এখনও নিশ্চিত নন তাঁরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল দল ও নির্বাচকেরা চাইছেন শামি সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলুন। আনন্দবাজার অনলাইনও এই খবর প্রকাশ করেছিল। আরও কয়েকটি ম্যাচ না খেললে তাঁর শরীর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার ধকল নিতে পারবে না।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লম্বা সিরিজ় ভারতের। পাঁচটি টেস্ট খেলবে দু’দল। ৩ জানুয়ারি শুরু শেষ টেস্ট। অর্থাৎ, শামি যদি বাংলার হয়ে মুস্তাক আলি খেলেন, তা হলে তৃতীয় বা চতুর্থ টেস্টের আগে তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠানো হতে পারে। সে ক্ষেত্রে একটি বা দু’টি টেস্ট খেলতে পারবেন তিনি। চোট সারিয়ে ফিরে সম্পূর্ণ তৈরি না হয়ে খেলতে নামলে আবার চোট পাওয়ার আশঙ্কা থাকে। শামির সঙ্গে তেমনটা হোক, চাইছেন না নির্বাচকেরা।

শামি না থাকায় ভারতের পেস আক্রমণের মূল দায়িত্ব রয়েছে বুমরা ও সিরাজের কাঁধে। রোহিত শর্মা প্রথম টেস্টে খেলবেন না। ফলে অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব থাকবে বুমরার কাঁধে। তৃতীয় পেসার হিসাবে দৌড়ে এগিয়ে আকাশ দীপ। ভারত যদি পার্‌থে চতুর্থ পেসার খেলায় তা হলে প্রসিদ্ধ কৃষ্ণ ও হর্ষিত রানার মধ্যে এক জন সুযোগ পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement