FIFA World Cup 2022

পূর্বাভাসে ছিল ডায়ানার মৃত্যু, ৯/১১! প্রবীণ নাগরিক বলে দিলেন বিশ্বকাপ কারা জিতবে

৭৯ বছরের অ্যান্থনির মানসিক সমস্যা রয়েছে। অথচ একাধিক বার মিলে গিয়েছে তাঁর ভবিষ্যৎ বাণী। এ বার তিনি দক্ষিণ অতলান্তিক সাগরের ফকল্যান্ড দ্বীপের অধিকার নিয়ে লড়াইয়ের কথা বলেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২২ ১৮:৫১
Share:

কাতার বিশ্বকাপের সম্ভাব্য জয়ী দলের নাম জানিয়ে দিলেন কানাডার প্রবীণ নাগরিক। ছবি: টুইটার।

আগামী ১৮ ডিসেম্বর লন্ডনে ফিরবে ১৯৬৬। দাবি কানাডার এক প্রবীণ নাগরিকের। নাম তাঁর অ্যান্থনি কার। ৭৯ বছরের আন্থনির মানসিক সমস্যা রয়েছে। মাঝে মধ্যে অসংলগ্ন কথা বলেন তিনি। অথচ একাধিক বার মিলে গিয়েছে তাঁর ভবিষ্যৎ বাণী। অনেকেই তাঁর কথা দৃঢ় ভাবে বিশ্বাস করেন।

Advertisement

ইংল্যান্ডের যুবরানী ডায়ানার মৃত্যুর কথা আগেই বলে দিয়েছিলেন অ্যান্থনি। ৯/১১ হামলার ঘটনাও হুবহু মিলে গিয়েছিল অ্যান্থনির কথা মতো। পোপ নির্বাচনের ক্ষেত্রেও মিলে গিয়েছে তাঁর কথা। অ্যান্থনি অবশ্য সরাসরি বলেননি ইংল্যান্ড দ্বিতীয় বার বিশ্ব চ্যাম্পিয়ন হবে।

কানাডার প্রবীণ নাগরিক বলেছেন, ‘‘আমি ফুটবলের বড় সমর্থক নই। যখন আমার বন্ধু এবং ম্যানেজার জাস্টিন বিশ্বকাপ ফুটবলের কথা বলল তখনই আমার ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের কথা মনে পড়ল। আমার কিছু দিন ধরেই মনে হচ্ছিল ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে কোনও একটা বিষয় নিয়ে বিরোধ বাধবে। ফকল্যান্ড যুদ্ধের মতো ইংল্যান্ড আবার জয় পাবে। ৯/১১ ঘটনার পর আর কোনও কিছু নিয়ে আমার এ রকম মনে হয়নি। অন্য রকম কিছু হতে পারে বলে মনেই হচ্ছে না।’’ দক্ষিণ অতলান্তিক সাগরের ফকল্যান্ড দ্বীপের অধিকার নিয়ে লড়াই হয়েছিল ইংল্যান্ড এবং আর্জেন্টিনার। শেষ পর্যন্ত জয় পেয়েছিল ইংল্যান্ড। তা থেকে মনে করা হচ্ছে এ বার বিশ্বকাপের ফাইনালে লিয়োনেল মেসিদের মুখোমুখি হবেন হ্যারি কেনরা।

Advertisement

অ্যান্থনিকে অনেকেই নস্ট্রাদামুসের সঙ্গে তুলনা করেন। কারণ ৯/১১–র হামলা কথা তিনি প্রায় ন’মাস আগে বলে দিয়েছিলেন। যেমন কয়েক মাস আগেই বলে দিয়েছিলেন ইংল্যান্ডের প্রয়াত যুবরানী ডায়ানা বড় দুর্ঘটনার মুখোমুখি হবেন।

১৯৭৮ এবং ১৯৮৬ সালে বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। অন্য দিকে ১৯৬৬ সালে এক বার বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। অ্যান্থনির বিশ্বকাপ পূর্বভাস কতটা মিলবে তা পরিস্কার হয়ে যেতে পারে শনিবারের মধ্যেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement