অস্কার হাতছাড়া হতেই লাপতা কিরণ! ছবি: সংগৃহীত।
পরিচালক কিরণ রাও তাঁর জন্য পয়া, নিজেই জানিয়েছিলেন অভিনেতা রবি কিষণ। তাঁর পড়ন্ত কেরিয়ারকে রক্ষা করেছেন কিরণ। ‘লাপতা লেডিজ়’ ছবিতে পুলিশের চরিত্রে নজর কাড়েন অভিনেতা। প্রশংসিত হয় তাঁর অভিনয়। ভেবেছিলেন, তাঁদের তারকাহীন ছবি উজ্জ্বল করবে দেশের মুখ। কিন্তু তাঁদের সেই স্বপ্ন অধরা। অস্কার দৌড় থেকে ছিটকে গেল ‘লাপতা লেডিজ়’। তার পর থেকেই কিরণও যেন ধরাছোঁয়ার বাইরে। স্বপ্নভঙ্গ হতেই কী বললেন রবি?
এই ছবি দেশে অস্কার আনবে, আশা ছিল রবিরও। কিন্তু তা আর বাস্তবায়িত হল না। তাতে অবশ্য তিনি হতাশ নন। বরং রবি বলেন, ‘‘আমি দুঃখ পেয়েছি। ভেবেছিলাম দেশে অস্কার আসবে। কিন্তু আমাদের ছবি এমন একটা আন্তর্জাতিক মঞ্চ পর্যন্ত পৌঁছতে পেরেছে সেটাই বা কম কি! কোনও তারকা ছাড়াই এই ছবি এত দূর পৌঁছতে পেরেছে তাতে খুশি। তবে সত্যিই আশা করেছিলাম, এ বার আমরা জিতব।’’
গত অক্টোবর মাসে অস্কারের জন্য আমির এবং কিরণ মার্কিন মুলুকে ‘লাপতা লেডিজ়’-এর প্রচার শুরু করেন। সেই মতো বিদেশি দর্শকের কথা মাথায় রেখে ছবির নাম বদলে রাখা হয় ‘লস্ট লেডিজ়’। তাঁর পরিচালিত ছবি অস্কারে দেশের প্রতিনিধিত্ব করছে বলে তিনি যে গর্বিত, সে কথাও জানিয়েছিলেন কিরণ। কিন্তু ছবি শেষমেশ দৌড় থেকে ছিটকে যেতেই নাকি আর ধরা দিচ্ছেন না কিরণ। রবি নিজে বেশ কয়েক বার ফোন করেছেন কিন্তু কিরণ ফোনে অধরা।
তবে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে কিরণের দলের তরফে জানানো হয় ‘লাপতা লেডিজ়’ অস্কারে সাফল্য না-পাওয়ায় তাঁরা হতাশ। এই যাত্রাপথে সকলের তরফে যে সহযোগিতা ও ভালবাসা পেয়েছেন তাতে তাঁরা কৃতজ্ঞ। পাশাপাশি তাঁরা এ-ও বলেন, ‘‘আমির খান প্রযোজনা সংস্থার তরফে আমরা অ্যাকাডেমি পুরস্কার বিচারকদের কৃতজ্ঞতা জানাতে চাই, বিশ্বের সেরা ছবিগুলির সঙ্গে এই ছবিটি বেছে নেওয়ার জন্য। কৃতজ্ঞতা দর্শকের প্রতি, যাঁরা এই ছবিটিকে এতটা ভালবাসা দিয়েছেন।’’