FC Barcelona

FC Barcelona: ফের হারে কোচ ছাঁটাই বার্সেলোনার, দায়িত্ব নিতে পারেন মেসির দীর্ঘদিনের সতীর্থ

এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে ১-২-এ হারার পর ভক্তদের ক্ষোভের মুখে পড়তে হয় কোমানকে। তাঁর গাড়ি ঘিরে ধরেছিলেন বার্সা ভক্তরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২১ ০৭:২৬
Share:

ছাঁটাই হলেন কোমান। ছবি রয়টার্স।

দুঃসময় যেন কাটতে চাইছে না বার্সেলোনার। কোচের পদ থেকে বরখাস্ত করা হল রোনাল্ড কোমানকে। রায়ো ভায়েকানোর কাছে ১-০ গোলে হারের পরই এই সিদ্ধান্ত বার্সেলোনা কর্তৃপক্ষের। নতুন কোচ হিসেবে শোনা যাচ্ছে মেসির দীর্ঘদিনের সতীর্থ জাভির নাম।

Advertisement

১৯৮৭ সালের পরে এই প্রথম টানা তিনটি অ্যাওয়ে ম্যাচ হারল বার্সেলোনা। ৩৪ বছর আগে এই হতাশাজনক ফলের জেরে বরখাস্ত হয়েছিলেন ম্যানেজার টেরি ভেনাবেলস। এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে ১-২-এ হারার পর ভক্তদের ক্ষোভের মুখে পড়তে হয় কোমানকে। তাঁর গাড়ি ঘিরে ধরেছিলেন বার্সা ভক্তরা। চ্যাম্পিয়নস লিগে জঘন্য পারফরম্যান্স, লা লিগায় ১০ ম্যাচ পর নবম স্থানে অবস্থান চাপ বাড়াচ্ছিল তাঁর ওপর। পরিস্থিতি কঠিন হয়ে উঠেছিল। ভায়োকানোর বিরুদ্ধে হার তাঁর কফিনে শেষ পেরেক পুঁতে দিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement