FC Barcelona

FC Barcelona: বার্সেলোনা হেরেই চলেছে

গত রবিবার ঘরের মাঠে এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে হারের পরে সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছিলেন কোমান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২১ ০৭:২৪
Share:

হতাশ সের্খিয়ো আগুয়েরো ছবি রয়টার্স।

লা লিগা

Advertisement

রায়ো ভায়োকানো ১ বার্সেলোনা ০

Advertisement

বার্সেলোনার দুঃসময় অব্যাহত। বুধবার রায়ো ভায়েকানোর কাছে ১-০ হারলেন সের্খিয়ো আগুয়েরোরা। পেনাল্টি নষ্ট করেন মেম্ফিস দেপাই।

ঘরের মাঠে ৩০ মিনিটে গোল করে ভায়েকানোকে এগিয়ে দেন রাদামেল ফালকাও। দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল বার্সা। কিন্তু দেপাইয়ের পেনাল্টি কিক বাঁচিয়ে দেন ভায়েকানোর গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কি। ১৯৮৭ সালের পরে এই প্রথমবার বাইরের মাঠে টানা তিনটি ম্যাচ বার্সা হারল কোনও গোল না করেই! ৩৪ বছর আগে এই হতাশাজনক ফলের জেরে বরখাস্ত হয়েছিলেন ম্যানেজার টেরি ভেনাবেলস। তবে রোনাল্ড কোমানের ভবিষ্যৎও সুরক্ষিত নয়।

গত রবিবার ঘরের মাঠে এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে হারের পরে সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছিলেন কোমান। তাঁর গাড়ি ঘিরে ধরেছিলেন বার্সা ভক্তরা। ভায়েকানোর কাছে হেরে ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লা লিগা টেবলে নবম স্থানে নেমে গেল যাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement